মানুষ যাহা চায় তাহা পাওয়ার সুযোগ আসবেই যদি সে মন থেকে চায়
আত্মবিশ্বাসের ঘাটতি ছিল না, রেকর্ডও কথা বলছিল আর্জেন্টিনার হয়ে। ছিলেন দলের সবচেয়ে বড় অস্ত্র লিওনেল মেসি। সবকিছু পক্ষে থাকার পরও হতাশাজনক একটি বিকেল কেটেছে আর্জেন্টিনার। ১৯ মিনিটে শিনজি ওকাজাকির করা গোলের সুবাদে আজ শুক্রবার প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়েছে এশিয়ার দেশ জাপান। গোল ডটকম।
ফিফা র্যাঙ্কংয়ে আর্জেন্টিনার অবস্থান পাঁচ, আর জাপান ৩০। ২৫ ধাপ পিছিয়ে থাকা দলের সঙ্গে বিশ্বের অন্যতম সেরা দলের লড়াইকে অনেকেই অসম বলে আখ্যায়িত করতে পারে। তার ওপর আবার এর আগে ছয়টি মুখোমুখি লড়াইয়ে সবগুলোই জিতেছে আর্জেন্টিনা। তবে মাঠের লড়াইয়ে যে এসব পরিসংখ্যান চলে না, তা আরেকবার দেখিয়ে দিলেন জাপানের ফুটবলাররা। আর্জেন্টিনার গোলরক্ষক সার্জিও রোমেরোর দুর্বলতায় ১৯ মিনিটে জাপানকে এগিয়ে দিয়েছিলেন ওকাজাকি, সেই গোল আর শোধ করতে পারেননি লিওনেল মেসিরা।
অথচ ম্যাচের ফলটা অন্য রকম হতে পারত। মাত্র ছয় মিনিটেই প্রায় গোল পেয়ে গিয়েছিলেন মেসি। বাকি সময়েও জাপানের রক্ষণভাগকে বেশ কয়েকবার ভেঙে দিয়েছেন, গোলের দেখা পাননি তিনি। ভাগ্য সহায় হয়নি মেসির, সহায় হয়নি আর্জেন্টিনারও। মেসি হতাশার দিনে শেষ পর্যন্ত হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সার্জিও বাতিস্তার দলকে।
আত্মবিশ্বাসের ঘাটতি ছিল না, রেকর্ডও কথা বলছিল আর্জেন্টিনার হয়ে। ছিলেন দলের সবচেয়ে বড় অস্ত্র লিওনেল মেসি। সবকিছু পক্ষে থাকার পরও হতাশাজনক একটি বিকেল কেটেছে আর্জেন্টিনার। ১৯ মিনিটে শিনজি ওকাজাকির করা গোলের সুবাদে আজ শুক্রবার প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়েছে এশিয়ার দেশ জাপান। গোল ডটকম।
ফিফা র্যাঙ্কংয়ে আর্জেন্টিনার অবস্থান পাঁচ, আর জাপান ৩০। ২৫ ধাপ পিছিয়ে থাকা দলের সঙ্গে বিশ্বের অন্যতম সেরা দলের লড়াইকে অনেকেই অসম বলে আখ্যায়িত করতে পারে। তার ওপর আবার এর আগে ছয়টি মুখোমুখি লড়াইয়ে সবগুলোই জিতেছে আর্জেন্টিনা। তবে মাঠের লড়াইয়ে যে এসব পরিসংখ্যান চলে না, তা আরেকবার দেখিয়ে দিলেন জাপানের ফুটবলাররা। আর্জেন্টিনার গোলরক্ষক সার্জিও রোমেরোর দুর্বলতায় ১৯ মিনিটে জাপানকে এগিয়ে দিয়েছিলেন ওকাজাকি, সেই গোল আর শোধ করতে পারেননি লিওনেল মেসিরা।
অথচ ম্যাচের ফলটা অন্য রকম হতে পারত। মাত্র ছয় মিনিটেই প্রায় গোল পেয়ে গিয়েছিলেন মেসি। বাকি সময়েও জাপানের রক্ষণভাগকে বেশ কয়েকবার ভেঙে দিয়েছেন, গোলের দেখা পাননি তিনি। ভাগ্য সহায় হয়নি মেসির, সহায় হয়নি আর্জেন্টিনারও। মেসি হতাশার দিনে শেষ পর্যন্ত হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সার্জিও বাতিস্তার দলকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।