আমাদের কথা খুঁজে নিন

   

জাপান বিপর্যয় ও পদ্মাসেতুর ভবিষ্যত।

* আমি খুজে বেড়াই নিজেকে *

জাপানে ভুমিকম্প উত্তর সুনামী আঘাতে জাপান লন্ডভন্ড, বিপুল প্রান হানি ও সম্পদ হানীতে আমরাও সমব্যথী। পারমানবিক চুল্লীর একের পর এক বিপর্যয়ে সেখানে মারাত্বক মানবিক এবং পরিবেশ গত বিপর্যয়ে জাপান তথা পুর্বএশিয়া মারাত্বক হমকির মুখে আছে। বাংলাদেশে পদ্মাসেতুর একটা বিশাল আর্থিক যোগান দাতা জাপান এ দুর্দিন জাপান যদি সাহায্য অব্যহত রাখবে কিনা বুঝতেছিনা। না রাখলেও অবাক হবার কিছু নেই। কিন্তু আমি আশা করতে চাই বাংলাদেশের পদ্মাসেতু নির্মানের ব্যপারে সরকার অন্য কোন উপায় বের করে নির্মান কাজ অব্যহত রাখবে। এই সেতুটিকে ঘিরে দক্ষিনান্চের মানুষের মধ্যে যে স্বপ্ন বুনা হয়েছে তার থমকে যাবেনা। বাংলাদেশ সরকার বিচক্ষনতা দেখিয়ে পদ্মা সেতু বাস্তবায়িত করার সকল পদক্ষেপ গ্রহন করবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।