আমাদের কথা খুঁজে নিন

   

অশ্রু শ্রুতি/



ফিরে ফিরে দেখি যে আমি আঁধারের বুক চিরে, নিয়তি হাসে আমাকে দেখে গর্বিত উঁচু শীরে। নিন্দুক হাসে, হাসে শয়তান নদীর ঠিক ওই পাড়ে, লুকিয়ে থাকি অন্ধাকারে শ্যাওলা পরা নীড়ে। ভুল হয়ে যায় কি জানি--- ভালবাসারা কোথায়? কখন ? কেমন? আমার কাছে যে ঘৃণাই ভাল অথবা কোন দহন। ফুলের চেয়ে প্রিয় হল বুঝি কাঁটার অবগাহন, নিজের বসতে হয়েছি যেন নিজেরই কোন স্বজন। শুনতে কি পাও আড়ালে যে মন কাঁদে? অভিমানে ঘিরে রয় হারানো বিষাদে...।

অশ্রুধারা অঝরে ঝরেছে দুঃখিনীর সে প্রাসাদে, বয়ে চলে তবু ব্যস্ত সময় অশরীরীয় সে বিবাদে। দেখোনা কভূ দু’চোখের জল ,মুছোনাকো এর ধারা, ভয়াল এ ধারায় মন পুরে যায়, হয়ে যেন আজি সারা। অভিশাপ নাম শুনেছো তবুও দেখোনি তো আজও যারা, দেখো বৃষ্টি শেষে দূরে চলে যায় আকাশের ঐ আরা । অশ্রু ডাকে ফোঁটা ফোঁটা চোখের জল... জল দিয়ে গড়ে মহাসাগর এক ধীরে। মহাসাগরের অতলে হারিয়ে কেন জলসীমানায় আসি ফিরে..।

ব্যর্থতা ডেকনা গো কেউ আমারই মতন আর, নিকশ আঁধারে অশ্রু শ্র্রুতি সঙ্গী হবে তোমার । ঠিকানা যদি না খুঁজে পাও ফেরাই হবে ভার, নিমজ্জিত অথৈ সাগরে ঘিরবে সকল আঁধার। তানিয়া হাসান খান সময়:১:৩৮মি. (দুপুর) তারিখ: ৩/৪/১৩ ইং উৎসর্গ : কবিতা টি আমার কবিতার একজন নিয়মিত পাঠক এবং অনেক প্রিয় ভাই @Salim Foysal কে উৎসর্গ করছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.