---
একটি বেগুনী রঙের নদী কাছেই গাড় লাল রঙের একটি গাছ
যেন অনন্তকাল বসে ছিলাম সেই গাছটির নিচে
হঠাৎ করে একটি সোনালী রঙের তেলাপোকা আমার পায়ে আছড়ে পড়ল
তার স্বর্ণীল ডানায় ভর করে হলুদ রঙের আকাশে উড়ে চললাম আমি
তার ডানায় ভাসতে ভাসতে আমি যখন অতলান্ত মহাসাগর পারি দিচ্ছিলাম, তখন দৃষ্টি আমার তলিয়ে গেল তাকিয়ে দেখলাম সাগরের মাঝখানে গাঢ় সবুজ রঙের এক কৃষ্ঞ গহ্বর
সোনালী রঙের মায়াবী তেলাপোকাটি ক্লান্ত হয়ে গেছে অনেক
সে আস্তে নিচে নেমে এল। আমি পড়ে রইলাম সবুজ রঙের কৃষ্ঞ গহ্বরটিতে।
সেখানে জ্বলে উঠলো গোলাপী রঙের আগুন
আগুনের দাবানলী উত্তাপে আমার শরীর হিম শিতল হয়ে গেল।
রুপালী চাদর দিয়ে আমি গা ঢাকলাম। সেই আগুনের শীতলতায় ততক্ষণে স্বর্ণীল তেলাপোকাটি সতেজ হয়ে উঠেছে।
অচেনা রঙের চাদ থেকে বিচ্ছুরিত হচ্ছে আসমানি জোৎস্না।
তা আমার গায়ের রঙকে আসমানী করে তুলল।
আর তেলাপোকাটিকে করে তুলল আরও স্বর্ণীল।
তেলাপোকাটির স্বর্ণিল ডানায় আবারও ভর করে দাঁড়ালাম।
সে আমাকে পৌছে দিল লাল রঙের গাছটির নিচে।
সামনে নদী।
তার জলের রঙ বেগুনি। তাকিয়ে রইলাম। সেই লাল বৃক্ষের নিচে বসে আছি এখনও। বসে থাকব আরও অনেকদিন।
অনন্তকাল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।