আমার কাফন আমি চাদরের মত পরে কতদিন আন্দোলিত হবো
ঘরজুড়ে একচিলতে রোদ্দুর,
সাতরঙা আলোর অস্ফূট রেখা…
সকালে ঘুম ভেঙ্গে উঠে নিত্য দেখতে পাওয়া
সিলিংয়ে ঝুলে থাকা মাকড়সার জালের জঞ্জাল।
জীবনটাকেও অমনি অনেক সম্পর্কের জঞ্জালে
আটকে পড়া নোংরা বলে বোধ হয়!
অবিশ্রান্ত কল্পনার ছোট্ট স্বপ্নগুলিকে
জড়িয়ে শান্তি খোঁজার ব্যর্থ চেষ্টা–
বর্তমানের বিবর্ণ বাস্তবতায়
শতচ্ছিন্ন হয় অনুভূতিগুলো।
তবু বারবার অতীতের স্মৃতিগুলোর রোমন্থনে
ভেসে যাওয়া তীব্র ভালোলাগায়।
ফিরে ফিরে আসা এই ধূসর বর্তমানে
জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়া।
ইদানিং জীবনটাকে বড্ড কঠিন, নির্মম
আর বহনের অতীত এক বোঝা বলে মনে হয়!
(রচনাকালঃ ৩০ ডিসেম্বর, ২০০৯)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।