বিবর্ণ সময়
সময়ের হাত ধরে সময় চলে যায় পড়ে থাকে আবছা আধাঁর আমি, তুমি তোমরা আমরা সবাই ধাবমান সময়রে শিকার উত্তর মেরু হতে দক্ষিণ মেরু কোথাও যেতে নেই বাঁধা পিছনে তাড়া করে সময়ের শাপদ কাঁটা।
শৈশবের খেলার মাঠ হাজামজা পুকুর,পানি পিচ্চিল মাটিতে ছুটাছুটি সবই খেয়েছে এ রাক্ষস সময়। লেবু চুরি, প্যান্টের পকেট ভরে তেলাপিয়া মাছ চুরি ,বাবা মায়ের বকুনি সব হারিয়ে গেছে মহাকালের খাতায়।
ধীরে ধীরে আমি তুমি আমরা সবাই যাচ্ছি সময়ের কড়াল গ্রাসে এত এখন তুমি মা হয়েছ আর আমি এখনও বিযয়থা করনি কারণ বৈরাগী হতে সময় আবদার করেছ তার আবদার কি ফেলা যাবে।
তোমার কোল আলো করে আছে ফুটফুটে এক স্বর্গীয় শিশু আমার এখনও ....
হুডতোলা রিক্সা চড়ে সু সময়ের হাত ধরে তুমি তোমরা চলো আমি চেয়ে থাকি সুদূর আকাশের নীলসাদা রঙের পানে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।