আমাদের কথা খুঁজে নিন

   

বিবাহিত মানুষের প্রেম, কোন কীয়া বলব এটাকে..?



সাত মাস হল বিয়ে করেছি। প্রেম করেই বিয়ে করতে হয়েছে (মানে করতে বাধ্য হয়েছি এমন ভাবার কারণ নেই, বিয়ে না করলে দুজনের জীবনই অপূর্ণ থাকত)। অবশ্য দুজনের বাবা-মায়েরাই রাজী ছিল- আমার বাবা মা একমাত্র ছেলের পছন্দ বলে স্বচ্ছন্দে আর বউয়ের বাবা-মা ঠেলায় পড়ে। সুইসাইড অথবা পালিয়ে বিয়ে- মেয়ের এমন হুমকিতে প্রেসটিজটুকু ঠেকিয়ে রাখতে ওর বাবা-মায়ের আর কোন উপায় জানা ছিল বলে আমার জানা ছিল না। শেষ পর্যন্ত আলটিমেটাম (তাড়াতাড়ি বিয়ে করে নিয়ে যাও, ওর মুখ আর দেখতে চাই না টাইপ) এবং অতঃপর শাদী মেবারক।

কিন্তু সে গল্প আরেকদিন, আজ আমার নতুন প্রেমের গল্প বলি। জীবিকা আর সংসারধর্ম- এই দুইয়ের গ্যাঁড়াকলে পড়ে প্রেম নামের আধিভৌতিক অশরীরী জিনিসটি জীবন থেকে শুভ বিদায় নেবে আশা করেছিলাম। কিন্তু কিসে কি...ছয়মাস যেতে না যেতেই ্আবারো প্রেম-গহ্বরের অতল তলে পতন। এটুকু হলেই শেষ হত না, এই জিনিস এখন মনে হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ হতে যাচ্ছে। পড়ছি তো পড়ছিই, তলা বাবাজির দেখা নেই।

সমাজ-সামাজিকতা-পরিবার-জীবন-জীবিকা সব রসাতলে যাবার যোগাড়। যত যাই হোক বিয়ে তো আর করা সম্ভব না। করণীয় নিয়ে প্রেমিকার সাথে আলোচনা করতে গেলাম, তার পাগলামি শুনে মাথা খারাপের যোগাড়। সে আবার বিয়ে করতে বলে... পাগলে কামড়াইছে..! বিয়ে একবার করেই যে ধরা খাইলাম, এটি বেলতলা হলেও না হয় আরেকবার যাওয়া যেত কিন্তু শুলে মানুষ কয়বার চড়ে...!! ধুর... বিয়ে নিয়ে কথা বলতে ভাল্লাগে না। প্রেমের কথা বলতে বা শুনতে কত মিঠাই না লাগে।

যাহোক, আমি আবারও প্রেমে পড়লাম। একুশ বছরের এক তন্বী আবারও আমার জীবনটাতে ঘোরলাগা এক কম্পন এনে দিচ্ছে। আমার বাবা-মা-বোন, আত্মীয়-ন্বজন, এমনকি বাইরের লোকের সামনেও আমাকে যখন-তখন জড়িয়ে ধরা, যতক্ষণ কাছে থাকি আর কিছু না হলে আমার হাত ছুঁয়ে থাকার প্রাণান্তকর চেষ্টা, দূরে থাকি বলে সবার সামনেই হুট করে কেঁদে ফেলা এসব দেখে প্রেমে না পড়ার কি উপায় আছে, অনেক খুঁজেও হদিস বের করতে পারলাম না। এখন সে নতুন এক ফন্দি বের করেছে, বেড়াতে যাবার কথা বলে ঢাকায় আমার কাছে এসে হানা দিচ্ছে। দু'তিন দিন পর খোঁজ করলে বেমালুম বলে দিচ্ছে আমার কাছে এসেছে।

এভাবেই প্রেমটা শেষ পর্যন্ত হয়েই গেল। কিন্তু বিশ্বাস করুন, সিরাজগঞ্জে আমার বাবা-মায়ের কাছে থাকা বউটির প্রেমে না পড়ে কোন উপায়ও নেই আমার। যত দিন যাচ্ছে ততই তার পাগলামি বাড়ছে, সাথে পাল্লা দিয়ে বাড়ছে আমার প্রেম। পরিণতি কি হবে থোড়াই কেয়ার করি....প্রেম তো আগে করে নেই.....না-কি বলেন...!! (অনেক পাগলামি আছে তার, শেয়ার না করলে আর কুলাতে পারছি না। তবে এখনই নয়, ধীরে ধীরে)


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.