আমাদের কথা খুঁজে নিন

   

লিবিয়ার প্রধানমন্ত্রী মুক্ত

অপহরণের কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন লিবিয়ার প্রধানমন্ত্রী আলি জাইদান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। ‍

বৃহস্পতিবার সকালে লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি হোটেল থেকে প্রধানমন্ত্রী আলী জেইদানকে অপহরণ করে সাবেক বিদ্রোহীদের একটি দল বলে বিবিসির খবরে বলা হয়।

পরে প্রধানমন্ত্রীর মুক্তির খবর জানানো হয় সরকারের পক্ষ থেকে।

লিবিয়ায় এ সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের কমান্ডো অভিযানে সন্দেহভাজন আল কায়েদা নেতা আটকের ঘটনার জেরে সাবেক সশস্ত্র বিদ্রোহীরা জেইদানকে কয়েকঘণ্টা আটকে রাখে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

উল্লেখ্য, বৃহস্পতিবার লিবিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটে এক সংক্ষিপ্ত বার্তায় বলা হয়, 'লিবিয়ার অন্তবর্তী সরকারের প্রধান আলী জেইদানকে ভোরে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় একদল বন্দুকধারী। এই অপহরণের কারণও অজ্ঞাত'।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.