আমাদের কথা খুঁজে নিন

   

লিবিয়ার বন্দুকধারীদের ‘অবরোধ প্রত্যাহার’

শনিবার রাতে বিবিসিকে একথা জানিয়েছেন লিবিয়ার আইনমন্ত্রী সালাহ আল মারঘানি।
নতুন সরকারের প্রশাসন থেকে গাদ্দাফি আমলের কর্মকর্তাদের সরানোর দাবীতে এপ্রিলের শেষ দিক থেকে পররাষ্ট্রমন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় অবরোধ করে রেখেছিল সাবেক বিদ্রোহী বন্দুকধারীরা। তাদের সঙ্গে পিক-আপ ট্রাকের ওপর বসানো বিমান বিধ্বংসী কামানও ছিল।
জনাব মারঘানি জানিয়েছেন, তার মন্ত্রণালয় আবার বিচার বিভাগীয় পুলিশের নিয়ন্ত্রণে চলে এসেছে এবং শনিবার তার মন্ত্রণালয়ের কর্মীরা ‘দুই ঘন্টা কাজ করেছেন’।
তিনি বলেন, “আমরা আশা করছি এ ধরনের ঘটনা আর ঘটবে না, কারণ এ ঘটনা থেকে এই শিক্ষা হযেছে যে রাষ্ট্রিয় প্রতিষ্ঠানে হাত দিতে হয় না।

” “আলোচনার টেবিলে অস্ত্র ব্যবহার করা উচিত না। এটি লিবিয়ার উঠতি গণতন্ত্রের জন্য ব্যাপক সমস্যা তৈরি করে। ” পররাষ্ট্রমন্ত্রণালয়কে রোববার কর্মকর্তাদের হাতে ছেড়ে দেওয়ার বিষয়ে একটি চুক্তি হয়েছে বলে জানান তিনি। গাদ্দাফি আমলের কর্মকর্তাদের বর্তমান সরকারের শীর্ষ পদগুলোতে বসানো যাবে না এমন একটি আইন পাস করার জন্য অবরোধের ডাক দিয়েছিল বন্দুকধারীরা। তাদের দাবীতে সাড়া দিয়ে সরকারের রাজনৈতিক পদগুলোতে গাদ্দাফি আমলের কর্মকর্তাদের নিষিদ্ধ করে গত সপ্তাহে একটি আইন পাস করেছে লিবিয়ার পার্লামেন্ট।

পার্লামেন্টে ওই আইন পাস হওয়ার ফলে বর্তমান সরকারের গুরুত্বপদে কর্মরত বেশ কয়েকজন কর্মকর্তা সমস্যায় পড়বেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে, শুক্রবার রাতে প্রায় হাজার খানেক বেসামরিক নাগরিক পররাষ্ট্রমন্ত্রণালয়ের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করলে তাদের ওপর হামলা চালায় অবরোধকারী বন্দুকধারীরা। বন্দুকধারীরা বিক্ষোভকারীদের কয়েকজনকে মারধর করে তাদের প্ল্যাকার্ড ছিড়ে ফেলে। গাদ্দাফির মৃত্যুর পর থেকেই ত্রিপোলি থেকে শুরু করে লিবিয়ার অন্যান্য শহরও সহিংসতা ও বন্দুকযুদ্ধে প্রায় অচল হয়ে আছে। এ অবস্থা থেকে বের হয়ে আসার জন্য গাদ্দাফির বিরুদ্ধে লড়াই করা বিদ্রোহীদের মিলিশিয়া দলগুলো সম্প্রতি ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল সরকার।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.