লিবিয়ার প্রধানমন্ত্রী আলি জেইদানকে রাজধানী ত্রিপোলিতে তার বাসভবন থেকে একদল অস্ত্রধারী বিদ্রোহী ‘অপহরণ’ করেছে। নির্ভরযোগ্যসূত্রের বরাত দিয়ে বিবিসি বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।
অজ্ঞাত কারণে জেইদানকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। সরকারি ওয়েবসাইটের দেয়া তথ্যানুযায়ী অস্ত্রধারীরা সাবেক বিদ্রোহী।
মঙ্গলবার জেইদান লিবিয়াতে জঙ্গিবাদ বন্ধে পশ্চিমাদের সহায়তা করার আহ্বান জানিয়েছিলেন।
বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার দেশ অস্ত্রের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। ওই সাক্ষাৎকারে তিনি আরো বলেন, লিবিয়া ওই অঞ্চলে অস্ত্র রপ্তানির জন্যে ব্যবহৃত হচ্ছে।
লিবিয়ার দীর্ঘসময়ের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর দেশটির সরকার বিভিন্ন গোত্রীয় বিদ্রোহী ও জঙ্গিদের মোকাবিলায় হিমশিম খাচ্ছে। ওইসব গোত্র দেশটির অনেক অংশ এখনো নিয়ন্ত্রণ করছে।
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।