আমাদের কথা খুঁজে নিন

   

মেয়ের মর্জি থোড়াই কেয়ার কে কী ভাবল। জীবনটা তো আমার। কলকাতার ক্যারি, আর আমরা কোথাই! নারী দিবসে প্রশ্ন!

তক
● বিয়ে নয়, যৌনজীবন। ● বাচ্চা নয়, নিজেকে প্যাম্পার করা। ● কমিটমেন্ট নয়, কানেকশন হলেই যথেষ্ট। ভুল না ঠিক? সে বিচার করতে বয়েই গেছে আমাদের। আসলে এর কোনওটাই ফ্যাক্টর নয়।

প্রত্যেকটাই দৃষ্টিভঙ্গি। আসল শব্দটা হল মুক্তি। ‘বিয়িং ফ্রি’। বিলেতে বেশ একটা গালভারী নাম দিয়েছে আমাদের— ‘ফ্রিমেল’। সে তো ওই ম্যানহাটানিদের বলে।

‘সেক্স অ্যাণ্ড দ্য সিটি’র ক্যারি, সামান্থা, শার্লট আর মিরাণ্ডার মতো মেয়েদের। আমরা থাকি কলকাতায়। তবু, ‘ফ্রিমেল’ শব্দটার মধ্যে কোথায় যেন একটা দারুণ স্ফূর্তি আছে। সেটা ভীষণ টানে আমাদের। আমি শালিনী।

আমি ৩২। আমি শুভমিতা। আমি ২৮। আমি পায়েল। আমি ৪০।

আমরা কেউ কাউকে চিনি না। কিন্তু আমরা তিন জনে ভীষণ আলাদা আলাদা হয়েও এক রকম। ● বিয়ে নয়, যৌনজীবন। ● বাচ্চা নয়, নিজেকে প্যাম্পার করা। ● কমিটমেন্ট নয়, কানেকশন হলেই যথেষ্ট।

ভুল না ঠিক? সে বিচার করতে বয়েই গেছে আমাদের। আসলে এর কোনওটাই ফ্যাক্টর নয়। প্রত্যেকটাই দৃষ্টিভঙ্গি। আসল শব্দটা হল মুক্তি। ‘বিয়িং ফ্রি’।

বিলেতে বেশ একটা গালভারী নাম দিয়েছে আমাদের— ‘ফ্রিমেল’। সে তো ওই ম্যানহাটানিদের বলে। ‘সেক্স অ্যাণ্ড দ্য সিটি’র ক্যারি, সামান্থা, শার্লট আর মিরাণ্ডার মতো মেয়েদের। আমরা থাকি কলকাতায়। তবু, ‘ফ্রিমেল’ শব্দটার মধ্যে কোথায় যেন একটা দারুণ স্ফূর্তি আছে।

সেটা ভীষণ টানে আমাদের। আমি শালিনী। আমি ৩২। আমি শুভমিতা। আমি ২৮।

আমি পায়েল। আমি ৪০। আমরা কেউ কাউকে চিনি না। কিন্তু আমরা তিন জনে ভীষণ আলাদা আলাদা হয়েও এক রকম। --------------------------->সম্পন্ন পড়তে
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.