https://sphotos-b.xx.fbcdn.net/hphotos-ash3/1044271_677079348975727_901576309_n.jpg
গতকাল কেন যেন আশংকা করেছিলাম, তারেককে হয়তো হাসপাতালেই হত্যা করা হবে। যেহেতু তাঁর গায়েও গুলি লেগেছে সে হত্যাটায় কোন সন্দেহ'র অবকাশ থাকবেনা।
কেন আশংকা করেছিলাম?
মিল্কি হত্যাকাণ্ডের ভিডিও চিত্র এবং বিভিন্ন অনলাইন পত্রিকার তাৎক্ষনিক খবরগুলো পড়ে যা বুঝলাম তা হল তারেক কারো নির্দেশেই এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। কোন শক্তিধর-ক্ষমতাধর নাটের গুরু। যেই নাটের গুরুর ক্ষমতা অসীম।
যদি সিসি ক্যামেরায় হত্যাকাণ্ডের চিত্রটা ধরা না পড়ত, তাহলে সেই ঘটনাটা জামায়াত-শিবিরের কাজ বলে চালিয়ে দিত। এটা বিশ্বাসযোগ্যও হত। সেখানে উপস্থিত মানুষেরা সাক্ষ দিত। পাঞ্জাবি, টুপি পরিহিত শিবিরের লোকজন মিল্কিকে হত্যা করেছে। হত্যা করার আগে "আল্লাহু আকবর বলে গুলি করেছে!" আরো অসংখ মুখরোচক গল্প তৈরী হত তখন।
যত সমস্যা সৃষ্টি করেছে সেই মার্কেটের সিসি ক্যামেরা। সেখানে হত্যার চিত্র ধরা পরার কারণে এক ঢিলে তিন পাখি মারার পরিকল্পনাটা মাঠে মারা যায়। এবং পরিকল্পনাকারীদের অস্তিত্বের সংকট দেখা দেয়। তারেককে তখনি হয়তো সড়িয়ে ফেলার চিন্তা করে সেই পর্দার আড়ালের খলনায়কেরা!
এরকম নাটকতো আমরা পূর্বেও আরো দেখেছি। সাম্প্রতিক সময়ে দেখেছি গোলাম মাওলা রনি'র গ্রেফতার নাটক।
আরো কত নাটক আমাদের দেখতে হবে কে জানে। ইচ্ছা না থাকা সত্বেও বিটিভির সামনে যদি আপনাকে কেউ জোর করে বসিয়ে রাখে আপনি যেমন বিরক্ত হবেন। তেমনি দেশের জনগনও বিরক্ত, ক্লান্ত, হতাশ। কেননা, এই নাটক দেখা ছাড়া কোন উপায় নাই। কেননা, গরিবের একটাই চ্যানেল।
(শাহজাহান আহমেদ)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।