কমলাপুর থেকে মঙ্গলবার গ্রেপ্তার শহীদুলকে বুধবার ঢাকার আদালতে পাঠিয়ে সাত দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন করেন র্যাবের সহকারী পরিচালক কাজেমুর রশিদ।
যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক মিল্কি হত্যাকাণ্ড তদন্ত করছে র্যাব। গত ২৯ জুলাই গুলশানে খুন হন তিনি।
র্যাবের আবেদনের শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম তানবীর আহমেদ চার দিন রিমান্ডের আদেশ দেন।
শহীদুলের পক্ষে জামিন চাওয়া হয়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ, তদন্ত ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত-উপ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান।
মিল্কি হত্যামামলায় শহীদুলকে নিয়ে মোট নয়জন গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে দুজন হাকিমের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মিল্কি হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন যুবলীগ নেতা জাহিদ সিদ্দিক তারেক গ্রেপ্তারের পর র্যাবের কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।