ভিডিওতে দেখা যায়, ঘাতক তারেক ডান হাতে মিল্কির মাথা লক্ষ্য করে গুলি চালাচ্ছেন। একই সময়ে বাম হাতে মোবাইল ফোনে কারো সাথে কথা বলছেন। যেন, গুলি ও মৃত্যুগোঙানির শব্দটা তাকে শুনাচ্ছিলেন ঘাতক।............. ওই ঘটনার ভিডিও ফুটেজ দেখে সবার মনেই এখন প্রশ্ন উঠেছে, অলক্ষ্যের ইশারাকারী কে বা কারা ছিল? যার সাখে তারেক কথা বলছিলেন আর গুলি ছুড়ছিলেন?
র্যাবেরও ধারণা, কথা বলা ছাড়াও তারেক বাম হাতের খোলা মোবাইলে কাউকে গুলির শব্দ বা মিল্কির আর্ত চিৎকার শোনাচ্ছিলেন। বিষটি নিয়ে তদন্ত করছেন তারা।....এখন. র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবলীগ নেতা রিয়াজুল হক মিল্কি হত্যাকাণ্ডে গ্রেপ্তার মূল আসামি এইচএম জাহিদ সিদ্দিক তারেক ‘ক্রসফায়ারে’ নিহত হয়েছেন। এ সময় দুই র্যাব সদস্য আহত হয়।........এতে কি বূঝায় ? অলক্ষ্যের ইশারাকারী অনেক ক্ষমতা ধর তার ইশারাই আবার তারেক হত্যা যাতে তার নাম প্রকাশ না হয়.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।