সফটওয়্যারের সকল আপডেটেড ডাউনলোড লিঙ্ক পাবেন আমার সাইটে। www.hasanjubair.com
আশা করি সবাই ভাল আছেন। আমি এখন যে সফটওয়্যারের কথা জানাবো তার নাম হল Nature Illusion Studio Professional v3.12 যা মাত্র 4.45MB সাথে Full version করার জন্য সিরিয়াল কী তো থাকছেই।
আপনি এই software দিয়ে যা করতে পারবেন তা হল আপনার একটা স্থির ছবিকে শব্দসহ জীবন্ত করে ফেলতে পারবেন। যেমন ধরুন আপনি একটা ঝর্নার পাশে দাঁড়িয়ে ফটো তুলেছেন।
এখন ছবিতে পানি স্থির হয়ে আছে। আচ্ছা এমন হলে কেমন হয় যদি ঝর্নার পানিগুলি কল কল শব্দ করে নিচে নেমে যাচ্ছে এবং আপনার আশে পাশে পাখি,প্রজাপতি শব্দ করে উড়ছে !!! চিন্তা করে দেখুনতো কি মনে হবে? হ্যা মনে হবে যেন আপনি ঠিক ঐ জাগাতেই এখনও দাঁড়িয়ে আছেন। আপনার ঐ প্রানহীন ছবিকে জীবন্ত করে তুলবে এই সফটওয়্যার। মানে কল কল শব্দে পানির নড়াচরা সাথে পাখি,প্রজাপতি,কাঠঠোকরা,হরিণ এমনকি বৃষ্ষ্টিপাত,তুষারপাত ইত্যাদি যোগ করে ছবিকে প্রান দিয়ে দিতে পারবেন। আপনারা এর কাজ না দেখলে বুঝতেই পারবেন না কত চমৎকার জিনিষ।
প্রথমে ডাউনলোড করুন এখান থেকে
Download link
সাথে সিরিয়াল কী আছে।
যেভাবে সফটওয়্যার দিয়ে কাজ করবেনঃ
প্রথমে create new project এ click করে আপনার ফটো Load Image থেকে select করে দিন। এখন Water mask থেকে সিরিয়ালে পেন্সিলের মাধ্যমে ছবির পানির অংশগুলো দেখিয়ে দিন মানে যেখানে পানি চলাচল করবে তা select করে দিন। select করতে মাউসের left button চেপে রাখুন আর মুছতে right button দিয়ে কাজ করুন।
ছবিতে বৃষ্টি বা তুষারপাত যোগ করতে চাইলে Weather থেকে select করে দিন।
ছবিতে পাখি,প্রজাপতি ইত্যাদি দিতে Object থেকে Add Object এ click করুন। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো Object যোগ করে দিন।
ছবিতে ঝর্নার পানির শব্দ,পাখির ডাক ইত্যাদি দিতে Sound থেকে Add করে দিন।
আপনি আপনার ছবিকে কতটুকু জীবন্ত করতে পারলেন তা দেখতে Preview তে click করুন।
আপনার এই ছবিকে বিভিন্ন ফরমেটে বানাতে পারবেন।
যে গুলো হলঃ
* Exe
* Screensaver
* Avi
* Gif
Build Screensaver থেকে Screensaver বানাতে পারবেন। এভাবেই সব বানাতে পারবেন।
ব্যাস কাজ শেষ।
এখন আপনার জীবন্ত ছবি দেখুন আর মজা উপভোগ করুন।
আশা করি আপনাদের ভাল লেগেছে।
ধন্যবাদ সবাইকে।
পুর্বে টেকটিউনসে প্রকাশিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।