সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি
জাতীয় সংসদে বিরোধী দলের নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, এ সরকার যে সকল নামীদামী ব্যক্তির সম্মান ও মর্যাদা হানি করছে সময় হলে ড. ইউনূসসহ তাঁদের সবার সম্মান ও মর্যাদা ফিরিয়ে দেয়া হবে। বর্তমান সরকারের কারণে মর্যাদা ক্ষুন্ন হওয়ায় ড. ইউনূসকে কষ্ট না পাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আজ আপনাকে যেভাবে গ্রামীণ ব্যাংক থেকে সারানো হয়েছে এক সময় তা অবৈধ হবে। আর যারা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে তাঁদের অধিকার ফিরিয়ে দেয়া হবে। তিনি সবসময় অন্যায়ের বিপক্ষে ছিলেন, আছেন এবং থাকবন। সত্যিই এটা বড়ই সুখবর আমাদের আমজনাতার জন্য।
খালেদা জিয়া বলেন, গ্রামীণ ব্যাংকে ড. ইউনূসের অবস্থান অবৈধ নয়, বরং অবৈধ ফখরম্নদ্দিন-মইনুদ্দিনের সরকারের অধীনে নির্বাচন করে ক্ষমতায় আসায় বর্তমান সরকারই অবৈধ। তাই যদি হয় তাহেলে তিনি ফখরম্নদ্দিন-মইনুদ্দিনের সরকারের অধীনে নির্বাচন করে আজ বিরোধী দলীয় নেত্রী হিসেবে সকল সুযোগ সুবিধা গ্রহণ করছেন তা ও অবৈধ। বিচার মানি তাল গাছ আমার!
বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে ইঙ্গিত করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা নন, এমন কথা আমি বলতে চাই না। আমি বলতে চাই, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও কি করে সীমানত্মে ফেলানীর লাশ ঝুলিয়ে রাখার পরও সরকার প্রতিবাদ করল না এবং এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নিল না।
ধরে নিলাম এটা বর্তমান সরকরের ব্যার্থতা এবং আশায় বুক বাধলাম এবং ফেলানির মা বাবার জন্য সুখবর আগামীতে যদি তাদের দল সরকার গঠন করে তাহলে নিশ্চয় আমরা ফেলানিকে ফিরে পাবো।
খালেদা জিয়া তার ক্যান্টনমেন্টর বাড়ি ফিরে পাবেন। বর্তমানের শাহজালাল বিমান বন্দর ফিরে পাবেন মরহুম জিয়া।
এমনি আরো হাজারো লাখে জনতার ফরিয়াদ তিনি শুনবেন আর সকলকে তাদের হারাণো সব কিছু ফিরিয়ে দিবেন। আছেন কী কেউ যাদের কোন না কোন কিছু কেড়ে নিয়েছে আওয়ামীলীগের সরকার ? হারিয়ে থাকলে বা কেড়ে নেওয়া হলে আওয়াজ দিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।