আমাদের কথা খুঁজে নিন

   

ডক্টরেট ডিগ্রি নিলেন না শচীন

সমাজকে বদলানোর জন্য নিজেকে আগে বদলানো প্রয়োজন। আসুন আমরা সবাই বদলে যাই সত্যের আলোয়।
ভারতের লিটল মাস্টার শচীন টেন্ডুলকারের কী নেই। যশ, খ্যাতি সবকিছুই আছে তার। তাছাড়া দু’একটি রেকর্ড ছাড়া ক্রিকেটে ব্যাটিংয়ের প্রায় সব রেকর্ডই তো তার ঝুলিতে।

এর মধ্যে ক্যারিয়ারকে আরেকটু আকর্ষণীয় করার জন্য অফার পেয়েছেন ডক্টরেট ডিগ্রির। হ্যাঁ, রাজীব গান্ধী ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স (আরজেইউএইচএস) এবছর তাদের সমাবর্তন অনুষ্ঠানে মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীনকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়ার জন্য অফার করেছে। কিন্তু তিনি ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সিন্ডিকেট মেম্বারদের সম্মানের সঙ্গে জানিয়ে দিয়েছেন যে, তিনি এ মুহূর্তে এ ধরনের ডিগ্রি গ্রহণ করতে রাজি নন। কেননা, শচীন এখনও পেশাদার ক্রিকেটার। আর এ অবস্থায় কোনো বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি গ্রহণ করা অনৈতিক।

উল্লেখ্য, এর আগেও শচীনকে বিভিন্ন দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয় ডক্টরেট ডিগ্রি দেয়ার প্রস্তাব দিয়েছিল। সেগুলোও তিনি ফিরিয়ে দিয়েছেন। শচীন পেশাদারিত্ব ও নৈতিকতাকে কখনও এক করে দেখেননি। কেননা, ব্যাট হাতে তিনি যেমন কঠোর, নীতির প্রশ্নেও ঠিক তেমনি আপসহীন। Click This Link
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.