যারা GRE/GMAT পরীক্ষা দিবেন, কোন MATH সমস্যায় পড়লে আমাকে জানান। যে কোন MATH সমস্যার সমাধান দিব - যত দ্রুত সম্ভব। কিভাবে সমাধান করা হল বিস্তারিত ব্যাখ্যা সহ পাবেন।
সময় কাটাতে গত শনিবার বিকেলে গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আমরা প্রায়ই যাই টিএসসি-তে।
উদ্দেশ্য, আড্ডা মারা। অফিসের একঘেয়েমির বাইরে একটু প্রশান্তি পাওয়া আর কি। এবছর নতুন মাত্রা ছিল আড্ডার পাশাপাশি বড় পর্দায় খেলা দেখা। যদিও সেদিন বৃষ্টির কারণে খেলা পন্ড হওয়ায় শুধু বিজ্ঞপন চলছিল। তাতে সুবিধেই হল - সবাই আড্ডাতে মনযোগী ছিল।
কিছুক্ষণ বাদেই দেখি টিএসসি-র সামনে গাড়ির জটলা হতে শুরু করেছে। কারণ, কিছু ছাত্র রাস্তা বন্ধ করে সন্ত্রাস বিরোধী মিটিং করছে। ঢাকাতে যারা থাকি, বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারণা আছে, তাদের কাছে এটা নতুন কোন ঘটনা নয়। আমার বউ, যে কিনা এরকম ঘটনায় অভ্যস্ত নয়, বলে বসল- "রাস্তা বন্ধ করে এরকম মিটিং করার কি আছে? প্রতিবাদ করার জন্য অন্য কোথাও কি জায়গা নেই?" তার প্রশ্নটা মজা করে উড়িয়ে দিয়ে বললাম- "ওরা গাড়ি থামিয়ে মিটিং করে মজা পায়"।
ব্যাপারটা সে মোটেই মজা হিসেবে নিতে পারেনি।
ঠিক পরের দিনই তা বুঝতে পারলাম। সে খবরে দেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক গাড়ি ভাংচুর করেছে; কারণ, একজন শিক্ষার্থী গাড়ি চাপায় মারা গেছে। আমি আবার প্রশ্নের সম্মুখীন - "শিক্ষার্থী মৃত্যুর ঘটনা দুঃখজনক। কিন্তু, ভাংচুর করে লাখ লাখ টাকার সম্পদ ধ্বংস করে, শত শত লোককে দুর্ভোগে ফেলে এটা কোন প্রতিবাদ? তারা না দেশের শীর্ষ বিদ্যাপীঠের ছাত্র-ছাত্রী? এটাই কি তাদের বিবেক? এরা কেমন শিক্ষর্থী?"
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।