আমাদের কথা খুঁজে নিন

   

সাঁতারে দক্ষিণ আফ্রিকার দিন

বুধবার রাতে মার্কিন মিসি ফ্রাংকলিন পেয়েছেন এ আসরে তার তৃতীয় সোনাটি। দিনের অপর সোনাটি জিতেছেন চীনের ইয়াং সুন।
ছেলেদের ২০০ মিটার ফ্রিস্টাইলে প্রথম হতে অলিম্পিক চ্যাম্পিয়ন চ্যাড লে ক্লস সময় নিয়েছেন ১ মিনিট ৫৪.৩২ সেকেন্ড। বিশ্ব চ্যাম্পিয়নশিপে এটাই প্রথম সোনা দাক্ষিণ আফ্রিকার এই তারকার।
ছেলেদের ৫০ ব্রেস্টস্ট্রোকে অস্ট্রেলিয়ার ক্রিস্টিয়ান স্প্রেনজারকে এক সেকেন্ডের একশ' ভাগের এক ভাগ সময়ে পেছনে ফেলে দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় সোনাটি এনে দেন ক্যামেরন ভ্যান ডার বুর্গ।

তার স্বদেশী জুলিও জোরজি পেয়েছেন ব্রোঞ্জ পদক।
মেয়েদের ২০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতে নিয়েছেন মার্কিন অস্টাদশী মিসি ফ্রাংকলিন। তিনি পেছনে ফেলেছেন বিশ্ব রেকর্ডের মালিক ও গত দুইবারের চ্যাম্পিয়ন ইতালির ফেদেরিকা পেলেগ্রিনিকে। তৃতীয় হয়েছেন ফ্রান্সের ক্যামিই মুফা।
দিনের শেষ ইভেন্ট ছেলেদের ৮০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জেতেন চীনের ইয়াং সুন।

এটি এ আসরে তার দ্বিতীয় সোনা। এর আগে রোববার ৪০০ মিটার ফ্রিস্টাইলেও সোনা জিতেছিলেন এই চীনা সাঁতারু।
আগামী রোববার প্রতিযোগিতার শেষ দিন ১ হাজার ৫০০ মিটারেও সোনার লড়াইয়ে নামবেন সুন।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।