শুক্রবার ৫০ মিটার ফ্রিস্টাইলে নৌবাহিনীর এই সাঁতারু সময় নিয়েছেন ২৪.৩৯ সেকেন্ড। গত বাংলাদেশ গেমসে প্রিয় এই ইভেন্টে তিনি সোনা জিতেছিলেন ২৪.৪২ সেকেন্ড সময় নিয়ে।
বার্সেলোনায় যাওয়ার আগে নিজের সেরা টাইমিং করার লক্ষ্যের কথা জানিয়েছিলেন সাগর। সেটি করতে পারলেও অন্তত সেমিফাইনালে যাওয়ার লক্ষ্যটা অর্জিত হয়নি। বাছাই থেকে ১৬ জন পরবর্তী ধাপে উঠে যার মধ্যে শেষ জনের টাইমিং ২২.২৫ সেকেন্ড।
বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে এর আগে ৫০ মিটার বাটারফ্লাইয়ে অংশ নিয়ে বাংলাদেশের অনীক ইসলাম ৮০ জনের মধ্যে ৬১তম স্থান পেয়েছিলেন।
শনিবার বাংলাদেশের সাঁতারুদের শেষ ইভেন্ট মেয়েদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে সুইমিংপুলে নামবেন মাহফুজা আক্তার শিলা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।