আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ব সাঁতারে কেটির চমক

প্রথম দিন সুইমিংপুলে চমক দেখিয়েছেন মার্কিন তরুণী কেটি লেডেকি। ৪০০ মিটার ফ্রিস্টাইলে ইউরোপীয় প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে ৩ মিনিট ৫৯.৮২ সেকেন্ডে সোনা জিতেছেন ১৬ বছর বয়সী এই মার্কিনি। স্বাগতিক স্পেনের মেলানি কস্তা রৌপ্য ও নিউজিল্যান্ডের লরেন বয়েল ব্রোঞ্জ পদক পেয়েছেন।
এর আগে এ ইভেন্টে টানা সাতবার সোনা জিতেছেন ইউরোপীয় সাঁতারুরা
৪০০ মিটার ফ্রিস্টাইলে চীনকে সোনা এনে দিয়েছেন ইয়াং সুন। ৩ মিনিট ৪১.৫৯ সেকেন্ড নিয়ে তিনি পেছনে ফেলেছেন জাপানের কসুকে হাশিনো আর যুক্তরাষ্ট্রের কনর জায়েগারকে।

বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম চীনা হিসেবে এ ইভেন্টে সোনা জিতলেন সুন।
মেয়েদের ৪*১০০ মিটার ফ্রিস্টাইল রিলের সোনা জিতেছে মার্কিন সাঁতারুরা। রূপা আর ব্রোঞ্জ অস্ট্রেলিয়া আর নেদারল্যান্ডসের। আর ফ্রান্সের সাতারুরা জিতেছেন ৪*১০০ মিটারে ছেলেদের রিলের সোনা।
রোববার ডাইভিংয়ের শেষ সোনাটিও জিতে নিয়েছে চীন।

১০ মিটার প্লাটফর্ম ডাইভিংয়ে প্রত্যাশিত সোনাটি জিতেছেন গত বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনাজয়ী বো কিউ।
এ নিয়ে ডাইভিংয়ের ১০টি সোনার মধ্যে ৯টিই জিতে নিল চীন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.