অনেক কিছু লিখতে ইচ্ছে করে,কিন্তু ভালো লিখতে পারিনা
"
"
জানিনা,আপনারা এই বিখ্যাত রুশ কথা সাহিত্যিক , মরমী কবিকে কতটা মনে রেখেছেন, তার কবিতা আজও লাখো ভক্তের হৃদয় কেরে নেয়, তিনি মূলত পাখিদের নিয়ে কবিতা লিখতেন,আর তাস খেলতে খুব পছন্দ করতেন। তার লেখা পাখিদের নিয়ে প্রথম একটা কবিতা আজও লাখো ভক্তের হৃদয় ছুয়ে যায়, সেই কবিতার বঙ্গানুবাদ আজ আপনাদের সাথে শেয়ার করলাম
আকাশে ওড়ে পাখি,
তা দেখে পুলকিত হয় আমার আঁখি।
পাখি গুলো দেখতে চরম
খেতে লাগতো ভালো,যদি তা হয় গরম গরম।
পাখির মাংস খেতে লাগে ভারী মজা
যদি তা হয় সুন্দর করে ভাজা।
মারবো পাখি ধরে ধরে,
খাবো মোরা মজা করে
খাবার পরে খেলবো তাস
প্রতিপক্ষকে দিবো বাঁশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।