আমাদের কথা খুঁজে নিন

   

কেনো পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি? উৎসর্গ: অলস দুপুর যাদের দেবদাসে রূপান্তর করে..।

বয়স - বুদ্ধি অল্প

প্রিয় ব্লগার বন্ধুরা, আশা করি সবাই ভাল আছেন। আজকে সকালে থেকে মাথায় একটাই গান খালি ঘুরপাক খাচ্ছে, জানিনা আপনাদের কারো এমন হয় কিনা ! সারাদিন ওই গানের কলি বা প্রিয় লাইনগুলি কণ্ঠে গুন-গুনান্বিত হয়, অজান্তে। তো আজকে ঘুম থেকে ওঠার পর থেকে খালি গাচ্ছিলাম(!!) ''কেন পিরিতি বাড়াইলারে বন্ধু, ছেড়ে যাইবা যদি'' ব্যাস এই দুই লাইন। আর বাকি কোন লাইন জানা নাই! তো ইউটিউবে সার্চ দিলাম, পেলাম, মাগার লিরিক্স পাইলাম নাহ। তো কিছুটা সময় নষ্ট(!) করে নিজেই উদ্ধার করলাম।

আর আপনাদের সাথেও শেয়ার কর্লাম। আশা করি আপনাদের যাদের শাহ্‌ আব্দুল করিমের গান ভালো লাগে এটা নিশ্চই ভালো লাগবে। লিরিক্সঃ কেনো পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি । । ক্যামনে রাখিব তোর মন, ক্যামনে রাখিব তোর মন আমার আপন ঘরে বাদি* রে বন্ধু ছেড়ে যাইবা যদি ।

কেনো পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি । পাড়াপর্শি বাদি আমার বাদি কানলো নদী। । মরন জ্বালা সইতে নারী, মরন জ্বালা সইতে নারী দিবা নিশি কাঁদিরে বন্ধু ছেড়ে যাইবা যদি কেনো পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি । কারে কি বলিবো আমি নিজে অপরাধী ।

। কেঁদে কেঁদে চোঁখের জলে, কেঁদে কেঁদে চোঁখের জলে বাইলাম নদীরে বন্ধু ছেড়ে যাইবা যদি কেনো পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি । সা রে গা পা সা ধা পা সা রে গা পা ধা সা রে সা রে রে সা পাগল আব্দুল করিম বলে হলো একি ব্যাধি। । তুমি বিনে এ ভুবনে, তুমি বিনে এ ভুবনে কে আছে ঔষধিরে বন্ধু ছেড়ে যাইবা যদি কেনো পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি ।

ক্যামনে রাখিব তোর মন আমার আপন ঘরে বাদি রে বন্ধু ছেড়ে যাইবা যদি । কেনো পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি । । হাবিব ভক্তরা এই লিঙ্কটাও ট্রাই করতে পারেন, লাইভ পার্ফরম্যান্স। {বি.দ্র. যদি গানের লিরিক্সে কোন ভুল থাকে, জানাবেন, ঠিক করে নিবো।

ধন্যবাদ}

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.