আমাদের কথা খুঁজে নিন

   

নিহত জনক বঙ্গবন্ধু কবরে শায়িত আজ।

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

নিহত জনক বঙ্গবন্ধু কবরে শায়িত আজ; ইঙ্গিতে তাঁর কাঁপিত ভূধর কাঁপিত বাংলার গাঁ, দলিত মানুষের হৃদয়ের মাঝে জাগিত প্রত্যাশা; শুয়ে আছো তুমি বাংলার গাঁয়ে বাংলা-মায়ের তাজ ! নিহত জনক বঙ্গবন্ধু কবরে শায়িত আজ। নিহত জনক বঙ্গবন্ধু কবরে শায়িত আজ; কোটি মানুষের প্রাণের বোধন জীবনে তুলিয়া ধরে’ অহর্নিশি করিয়াছো ক্লেশ মহা-মানবের ধড়ে। লক্ষ মানুষ-চেতনার মাঝে তুমিই রাখাল রাজ! নিহত জনক বঙ্গবন্ধু কবরে শায়িত আজ। নিহত জনক বঙ্গবন্ধু কবরে শায়িত আজ; শোষণ কাঠামো ভাঙ্গা-প্রত্যয়ে জুলুমের জেল খাটে, মৃত্যুর মুখে করেনি আপস শ্রেষ্ঠ বাঙালি বটে! কন্ঠে ছিলো বাঙালি মুক্তির বজ্রকন্ঠী আওয়াজ।

নিহত জনক বঙ্গবন্ধু কবরে শায়িত আজ। নিহত জনক বঙ্গবন্ধু কবরে শায়িত আজ; দুর্বৃত্তরা ক্রুর আক্রোশে কাড়িয়াছে কবি-প্রাণ, ভেবেছে তাহারা বুলেট ছুঁড়িয়া রুধিবে রক্ত-বান! বাংলা-আকাশে হঠাৎ করিয়া টানিয়া আনিল সাঁঝ। নিহত জনক বঙ্গবন্ধু কবরে শায়িত আজ। নিহত জনক বঙ্গবন্ধু কবরে শায়িত আজ; বাংলার ঘরে উঠেছে মাতম ’মুজিব’ ’মুজিব’ বলি- আজও তাঁহার আদর্শ নামে যুবা-প্রাণ হয় বলি! চোখেতে তাঁদের উজ্জ্বল জ্যোতি, হৃদয়ে প্রেমের সাজ। নিহত জনক বঙ্গবন্ধু কবরে শায়িত আজ।

নিহত জনক বঙ্গবন্ধু কবরে শায়িত আজ; মানুষ সেবিতে মানব রূপেতে আসিয়াছো ভূধরে, বিলায়েছো প্রাণ মানুষের তরে অপূর্ব অকাতরে, আমরা আছি করিতে তোমার অসমাপ্ত সব কাজ; নিহত জনক বঙ্গবন্ধু কবরে শায়িত আজ। নিহত জনক বঙ্গবন্ধু কবরে শায়িত আজ; কোটি মানুষের প্রাণের আকুতিঃ প্রভু, হে বিশ্বপতি ! দানিও তাঁহারে তোমার করুণা, তোমার অমরাবতি, দু'হাত তুলিয়া করে মোনাজাত সকল বাঙালি আজ। নিহত জনক বঙ্গবন্ধু কবরে শায়িত আজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.