জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।
নিহত জনক বঙ্গবন্ধু কবরে শায়িত আজ;
ইঙ্গিতে তাঁর কাঁপিত ভূধর কাঁপিত বাংলার গাঁ,
দলিত মানুষের হৃদয়ের মাঝে জাগিত প্রত্যাশা;
শুয়ে আছো তুমি বাংলার গাঁয়ে বাংলা-মায়ের তাজ !
নিহত জনক বঙ্গবন্ধু কবরে শায়িত আজ।
নিহত জনক বঙ্গবন্ধু কবরে শায়িত আজ;
কোটি মানুষের প্রাণের বোধন জীবনে তুলিয়া ধরে’
অহর্নিশি করিয়াছো ক্লেশ মহা-মানবের ধড়ে।
লক্ষ মানুষ-চেতনার মাঝে তুমিই রাখাল রাজ!
নিহত জনক বঙ্গবন্ধু কবরে শায়িত আজ।
নিহত জনক বঙ্গবন্ধু কবরে শায়িত আজ;
শোষণ কাঠামো ভাঙ্গা-প্রত্যয়ে জুলুমের জেল খাটে,
মৃত্যুর মুখে করেনি আপস শ্রেষ্ঠ বাঙালি বটে!
কন্ঠে ছিলো বাঙালি মুক্তির বজ্রকন্ঠী আওয়াজ।
নিহত জনক বঙ্গবন্ধু কবরে শায়িত আজ।
নিহত জনক বঙ্গবন্ধু কবরে শায়িত আজ;
দুর্বৃত্তরা ক্রুর আক্রোশে কাড়িয়াছে কবি-প্রাণ,
ভেবেছে তাহারা বুলেট ছুঁড়িয়া রুধিবে রক্ত-বান!
বাংলা-আকাশে হঠাৎ করিয়া টানিয়া আনিল সাঁঝ।
নিহত জনক বঙ্গবন্ধু কবরে শায়িত আজ।
নিহত জনক বঙ্গবন্ধু কবরে শায়িত আজ;
বাংলার ঘরে উঠেছে মাতম ’মুজিব’ ’মুজিব’ বলি-
আজও তাঁহার আদর্শ নামে যুবা-প্রাণ হয় বলি!
চোখেতে তাঁদের উজ্জ্বল জ্যোতি, হৃদয়ে প্রেমের সাজ।
নিহত জনক বঙ্গবন্ধু কবরে শায়িত আজ।
নিহত জনক বঙ্গবন্ধু কবরে শায়িত আজ;
মানুষ সেবিতে মানব রূপেতে আসিয়াছো ভূধরে,
বিলায়েছো প্রাণ মানুষের তরে অপূর্ব অকাতরে,
আমরা আছি করিতে তোমার অসমাপ্ত সব কাজ;
নিহত জনক বঙ্গবন্ধু কবরে শায়িত আজ।
নিহত জনক বঙ্গবন্ধু কবরে শায়িত আজ;
কোটি মানুষের প্রাণের আকুতিঃ প্রভু, হে বিশ্বপতি !
দানিও তাঁহারে তোমার করুণা, তোমার অমরাবতি,
দু'হাত তুলিয়া করে মোনাজাত সকল বাঙালি আজ।
নিহত জনক বঙ্গবন্ধু কবরে শায়িত আজ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।