দিন যত যাচ্ছে চরম আকার ধারণ করছে সহিংসতা।
অবরোধের চতুর্থ দিন গতকাল সারা দেশে নিহত হয়েছেন ১১ জন। পুলিশের গুলিতে সাতক্ষীরায় দুই শিবির কর্মী, চাঁদপুরে এক যুবদল ও এক ছাত্রদল কর্মী এবং চট্টগ্রামে নিহত হয়েছেন এক যুবদল নেতা। এ ছাড়া চট্টগ্রামে অবরোধকারীদের ধাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশার দুই চালক এবং পেট্রল বোমার আঘাতে এক আরোহী। নোয়াখালীতে অবরোধের সময় পুলিশের ধাওয়া খেয়ে পুকুরে ডুবে মৃত্যু হয়েছে এক বিএনপি কর্মীর; একই ঘটনায় এক যুবদল কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।নোয়াখালী : জেলা সদর মাইজদীর দত্তের হাট বাজারে দুপুরে অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টপাল্টি ধাত্তয়ার ঘটনায় পুকুরে পড়ে মৃত্যু হয়েছে আবদুস সালাম (৬০) নামে এক বিএনপি কর্মীর।
পাশর্্ববর্তী গোপাই গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে সালাম দত্তের হাট বাজারের ব্যবসায়ী ছিলেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। নেতাদের দাবি, পুলিশ অবরোধকারীদের লক্ষ্য করে শতাধিক রাউন্ড টিয়ার শেল ও গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধসহ আহত হন ২০ জন। এ সময় সালাম প্রাণ বঁচাতে দৌড়ে পালাতে গেলে পানিতে ডুবে মারা যান।
এদিকে দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় ৩০ জন আহত হয়েছে। আটক করা হয়েছে বিএনপি-জামায়াতের চার কর্মীকে। এদিকে দত্তের হাটের দত্তবাড়ী মোড় এলাকায় সন্ধ্যায় বিবদমান ঘটনার জের ধরে সোহাগ (৩০) নামে এক যুবদল কর্মীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় আওয়ামী লী ও বিএনপির মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় বাজারের পাঁচ-ছয়টি দোকানে ভাঙচুর চালায় উভয় পক্ষ।
অন্যদিকে চাটখিল উপজেলায় সমাবেশে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে পৌর মেয়র মোস্তফা কামাল ও পৌর যুবদল সভাপতি আলাউদ্দিন গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুটি মোটরসাইকেলে আগুন ও পৌর মেয়রের কার্যালয় ভাঙচুর করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন।
পটুয়াখালী : বদরপুরে শনিবার রাতে অটোরিকশায় অবরোধকারীদের দেওয়া আগুনে দগ্ধ মাওলানা আবদুস সাত্তার (৭০) চিকিৎসাধীন অবস্থায় গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। মাওলানা সাত্তার পটুয়াখালীর পাঙ্গাশিয়া নেছারিয়া আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক।
তার বাড়ি সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের চর জৈনকাঠী গ্রামে। ওই ঘটনায় সাত্তারের শরীরের ৬৮ শতাংশ পুড়ে যায়। দিনাজপুর : দিনাজপুর-দশমাইল মহাসড়কের গোপালগঞ্জ বাজারে সকালে পুলিশ অবরোধকারীদের বাধা দেয়। এ সময় পুলিশ আবদুল লতিফ নামে এক দোকানদারকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অবরোধকারীরা পাল্টা পুলিশকে ধাওয়া করে ও ইটপাটকেল নিক্ষেপ করে।
এ সময় তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম করে অবরোধকারীরা। এদিকে চিরিরবন্দর উপজেলার যশাই মোড়ে সড়ক অবরোধ করে তিনটি মোটরসাইকেল ও দুটি টেম্পু ভাঙচুর করেছে অবরোধকারীরা। বরিশাল : সকাল ৬টায় নগরীর টিয়াখালী নমশুদ্রপাড়া এলাকায় গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে মহানগর ছাত্রদলের একটি গ্রুপ। এ সময় ৪টি ককটেলের বিস্ফোরণ হয়। সকাল সাড়ে ৬টায় নগরীর নথুল্লাবাদে ছাত্রদলের আরেকটি গ্রুপ রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে এবং দুই রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।
এ ছাড়া নগরীর কয়েকটি স্থানে বিচ্ছিন্ন পিকেটিং-ভাঙচুরের ঘটনা ঘটেছে। বরিশাল সদর উপজেলা পরিষদের হলরুমের একটি জানালায় সোমবার রাতে আগুন দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা। যদিও স্থানীয়রা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় তেমন কোনো ক্ষতি হয়নি। রংপুর : অবরোধ চলাকালে নগরীর লালবাগ, দর্শনা মোড়, পার্কের মোড়ে ২৫টি ককটেল বিস্ফোরণ ঘটায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। ভাঙচুর করা হয় ১০টি অটোরিকশা ও পিকআপ।
পুলিশ নাশকতার অভিযোগে নগরীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও শিবিরের ১২ কর্মীকে আটক করে। নোয়াখালী : নোয়াখালীর চাটখিল উপজেলার চাটখিল বাজারে অবরোধকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। এ সময় দলীয় কর্মীরা দুটি মোটরসাইকেলে আগুন এবং পৌর মেয়র বিএনপি নেতা মোস্তফা কামালের কার্যালয়ে ভাঙচুর করে। দুপুরের দিকে সাবেক এমপি অ্যাডভোকেট সালাহ উদ্দিন কামরানের সমর্থিত পৌর মেয়র মোস্তফা কামাল ও এমপি মাহবুব উদ্দিন খোকনের সমর্থিত জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সমর্থকদের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ শহরে গতকাল বিকাল সাড়ে ৪টায় মহানগর ছাত্রদল শহরের ডিআইটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটিয়েছে। এর কিছুক্ষণ পরেই বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমেদ, ছাত্রদল নেতা রাফি উদ্দিন আহমেদ রিয়াদ, শুভ, রাসেল, আপন, শাকিলসহ আরও কয়েকজন মিলে বিকাল সাড়ে ৪টায় বিএনপি কার্যালয়ের সামনে মিছিল বের করে। মিছিল থেকে অবরোধের সমর্থনে বিভিন্ন ধরনের স্লোগান দেয়। একই সময় তারা সড়কে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
পরে ছাত্রদলের লোকজন ১৫-২০টি হাতবোমার বিস্ফোরণ ঘটালে ডিআইটি ও এর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। দিনাজপুর : ঘোড়াঘাটে ওসমানপুর বাজারে অবস্থান দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপি জামায়াত-শিবির মধ্যে দ্বিমুখী সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। সংঘর্ষে পৌর আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান ভুট্টু, ফিরোজ, মঞ্জুরুল, আশরাফুল ও শাহাদৎ গুরুতর আহত হয়। এদের মধ্যে ছাত্রলীগ কর্মী আসাদুজ্জামান ভুট্টু ও মঞ্জুরুলের অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার রাত ৮টার দিকে উপজেলার ওসমানপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মেহেরপুর : ভোর থেকে মেহেরপুর-কাথুলী সড়কের কায়েমকাটা মোড়, মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর এবং গাংনী বাজার এলাকাসহ প্রায় ১২টি স্থানে গাছের গুঁড়ি ফেলে, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সিরাজদিখানের কুচিয়াওয়া মোড়া এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে একটি যাত্রীবাহী বাস, একটি সিএনজি ও বেশ কয়েকটি অটোরিকশা ভাঙচুর করেছে অবরোধকারীরা। এ ঘটনায় জড়িত সন্দেহে কেওয়াইন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. শাহিন মিয়াকে আটক করেছে পুলিশ।
রূপগঞ্জ : রূপগঞ্জের তিন স্থানে অন্তত ৮টি যানবাহন ভাঙচুর করেছে অবরোধকারীরা।
এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে তিন ছাত্রদল কর্মীকে আটক করে। সকাল সাড়ে ৭টায় কাঞ্চন সেতু এলাকায় যুবদলের কর্মীরা হঠাৎ নেমে দুটি ট্রাকে ভাঙচুর করে। এ ছাড়া গোলাকান্দাইল নীলভিটা এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে অটোরিকশা ও সিএনজি ভাঙচুরকালে পুলিশ ছাত্রদল কর্মী কবির হোসেন এবং সাইফুল ইসলামকে আটক করে। অপরদিকে ঢাকা-সিলেট মহাসড়কের মৈকুলী এলাকায় যাত্রীবাহীবাসে ভাঙচুরের সময় আনার হোসেনকে আটক করে পুলিশ।
মেহেরপুর : মেহেরপুর সদর উপজেলার রাজনগরে গ্রামবাসীর সঙ্গে র্যাবের সংঘর্ষ হয়েছে।
এ ঘটনায় তিন র্যাব সদস্যসহ ছয়জন গুরুতর জখম হয়েছেন। এ ছাড়া র্যাবের ব্যবহৃত তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে গ্রামবাসী। আহত র্যাবের দুই সদস্যসহ ছয়জনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন র্যাবের ডিএডি জাকির হোসেন, এএসআই শরিফুল, সৈনিক লাভলু এবং র্যাবের সোর্স সুন্নত, বিপ্লব ও মিনারুল। সেখানে র্যাবের অস্ত্র লুট করা হয়েছে এমন আশঙ্কা করছেন আহত র্যাব সদস্যরা।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। রাত ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বিপুল পরিমাণ পুলিশ ও বিজিবি সদস্য রাজনগরে পেঁৗছেছে। এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছিল।
বগুড়া : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেছেন, সরকারের দিন শেষ হয়ে গেছে। পতন এখন সময়ের ব্যাপার মাত্র।
তাই একতরফা নির্বাচন কোনোভাবেই হতে দেবে না বগুড়ার মানুষ। ১৮ দল ছাড়া সেই নির্বাচন জীবন দিয়ে প্রতিহত করা হবে। তিনি গতকাল বিকালে শহরের বড়গোলা মোড়ে ১৮ দলের সমাবেশে এসব কথা বলেন। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শাহাবুদ্দিন, জেলা জাগপার সভাপতি আমীর হোসেন মণ্ডল, বিএনপি নেতা জয়নাল আবেদীন চাঁন, মুক্তিযোদ্ধা মো. শোকরানা, ইসলামী ঐক্যজোটের মাওলানা আব্দুল ওয়াহেদ, মেহেদী হাসান হিমু প্রমুখ।
ঝালকাঠি ঃ ঝালকাঠিতে নাশকতার আশঙ্কায় বিএনপির ৫ নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
এরা হচ্ছেন, ঝালকাঠি সদর উপজেলা থেকে বিএনপির কর্মী আতাউর রহমান সেলিম, নলছিটি থেকে যুবদলের কর্মী মো. মামুন, ছাত্রদলের নেতা মো. জসিম, শ্রমিক দলের মো. লুৎফর রহমান ও রাজাপুর থেকে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. তুহিন।
চাঁদপুরে জাপা প্রার্থীর বাড়িতে আগুন : চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনে জাতীয় পার্টির প্রার্থী খোরশেদ আলমের বসতঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে উপজেলার ৪ নম্বর কাঁলচো ইউনিয়নের নওহাটা গ্রামের মহব্বত আলী সরদার বাড়িতে এ ঘটনা ঘটে। অবশ্য ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শামছুল আলম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুন বলে ধারণা করা হচ্ছে। তবে নাশকতার বিষয়টিও উড়িয়ে দেননি তিনি।
মেহেরপুরে র্যাবের মোটরসাইকেলে আগুন : সদর উপজেলার রাজনগরে সন্ধ্যা ৭টার দিকে অবরোধকারীরা ৬ র্যাব সদস্যকে পিটিয়ে জখম করে। এ ছাড়া র্যাবের ব্যবহৃত ৩টি মোটরসাইকেলে তারা অগি্নসংযোগ করে পুড়িয়ে দিয়েছে। এ ঘটনার পর রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা।
উল্লাপাড়ায় আওয়ামী লীগ প্রার্থীর গাড়িবহরে হামলা : উল্লাপাড়ায় প্রধানমন্ত্রীর সাবেক জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তানভীর ইমামের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। সন্ধ্যায় ১৮ দলের নেতা-কর্মীরা হামলা চালিয়ে বহরের সাতটি মোটরসাইকেলে অগি্নসংযোগ করে।
তানভীর ইমাম অভিযোগ করেন, বিএনপি-জামায়াতের ক্যাডাররা পরিকল্পিতভাবে তার গাড়িবহরে হামলা চারিয়ে সাতটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। এদিকে সন্ধ্যায় সিরাজগঞ্জ-কাজিপুর সড়কের শালুয়াভিটা ইটভাটা, সমাজকল্যাণ মোড়ে ও সয়দাবাদ মোড়ে পুলিশ-র্যাবের সঙ্গে অবরোধকারীদের কয়েক দফা সংঘর্ষ হয়। পুলিশ জামায়াত নেতা মাসুদুর রহমানকে আটক করেছে।
নারায়ণগঞ্জের সেই অস্ত্রধারীরা গ্রেফতার : গত ২৬ নভেম্বর আড়াইহাজারে অবরোধের দিন প্রকাশ্যে অস্ত্রের মহড়ার ঘটনায় উপজেলা বিএনপির বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ওরফে ডাকাত হাবু ও তার সহযোগী বাচ্চুকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সকালে দুটি পেট্রল বোমাসহ তাদের গ্রেফতার করা হয়।
নীলফামারীতে যুবলীগ নেতাকে লক্ষ্য করে ককটেল : যুবলীগের কেন্দ্রীয় সদস্য ও নীলফামারীর জলঢাকা যুবলীগ সভাপতি আবদুল ওয়াহেদ বাহাদুরকে লক্ষ্য করে শিবিরের মিছিল থেকে ককটেল নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
এদিকে জেলার জলঢাকা এবং ডিমলা উপজেলায় দুই জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন মকবুল হোসেন (৪৫) ও ওবায়দুল ইসলাম (৪৬)।
মেহেরপুরে অরুণসহ ১২০০ জনের বিরুদ্ধে মামলা : মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান আবদুল রউফ মুকুল, বিএনপি নেতা শাহাবদ্দিন ও আলিহিমকে প্রধান আসামি করে গাছ কেটে সড়ক অবরোধসহ বিভিন্ন নৈরাজ্যের অভিযোগে মেহেরপুর সদর থানায় পৃথক ৪টি মামলা করেছে পুলিশ।
এসব মামলায় আসামি করা হয়েছে ১২০০ জনকে।
নেত্রকোনায় শিবিরের সভাপতি গ্রেফতার : আটপাড়া থানা পুলিশ গত মঙ্গলবার ভোর রাতে স্বরমুশিয়া গ্রামে অভিযান চালিয়ে আটপাড়া উপজেলা শিবিরের সভাপতি ইকবাল হোসেনকে (২৪) গ্রেফতার করেছে।
রূপগঞ্জে মামলায় আসামি ৭৬ জন : রূপগঞ্জে অবরোধের তৃতীয় দিন সোমবার গাড়ি পোড়ানো ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান মনিরসহ ৭৬ নেতা-কর্মীর বিরুদ্ধে মঙ্গলবার সকালে মামলা করেছে পুলিশ।
সরাইলে মামালা : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সোমবারের ককটেল বিস্ফোরণ ঘটনায় থানায় মামলা হয়েছে। এতে উপজেলা জামায়াতে ইসলামীর আমির কুতুবউদ্দিন, সম্পাদক মো. এনাম খাঁ, উপজেলা শিবিরের সভাপতি মো. আল মামুন, সাবেক সভাপতি মো. তারেকসহ উপজেলা জামায়াত-শিবিরের ৬ নেতার নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
ঝিনাইদহ বিএনপির ৫ নেতা-কর্মী গ্রেফতার : ঝিনাইদহে অবরোধের চতুর্থ দিনে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি সমর্থিত ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনকে গ্রেফতার করেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।