"অপার্থিব অপূর্নতা শব্দটা আমার বিশেষ প্রিয়। আভিধানিক ভাবে কী অর্থ তা ঠিক জানা না থাকলেও আমি আমার মত একটা ব্যখ্যা বানিয়ে নিয়েছি বৈকি। অপার্থিব অনূভূতির ক্ষেত্রে আমার মন-এ হয় যে, আমরা সব সময় অপূর্নতা বয়ে বেড়াই।
৫জন নিহত। এবিসি রেডিও নিশ্চিৎ করলো
১জন সেনা কর্মকর্তা (পিলখানার ভিতরে)
১জন রিক্সাচালক
১জন সাধারন নাগরিক (ঝিগাতলাতে)
২জন বিডিআর জওয়ান (স্যুয়ারেজ লাইনে পাওয়া গেছে, মিটফোর্ডের মর্গে লাশ...একটু আগে নিশ্চিৎ হওয়া গেছে লাশ দুটো বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্নেল ও লেফটানেন্ট কর্নেলের যারা বি.ডি.আর-এ ডেপুটেশনে ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।