আমাদের কথা খুঁজে নিন

   

মোস্তাফা জব্বারকে জুতা প্রদর্শন, অবশেষে পালিয়ে বাঁচলেন...

সাধারন মানুষ

৭ মার্চ ২০১১, সোমবার। এলিফেন্ট রোডস্থ মাল্টিপ্ল্যান সেন্টারের ৮ম তলায় ‘সোর্স এডজ নামে’ একটি কম্পিউটার দোকান উদ্বোধন করতে এসেছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার। কিন্তু মার্কেটের ব্যবসায়ীরা “জব্বারের দুইগালে জুতা মারো তালে তালে, ‘মাল্টিপ্ল্যানের ব্যবসায়ীরা তোর কারনে জেলে কেন? জব্বার তুই জবাব দে?” সহ নানা স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে মিছিলকারীরা তাকে জুতা দেখাতে দেখাতে এগিয়ে যায়। এরপর সে ভয়ে আর উদ্বোধনী অনুষ্ঠানে না গিয়ে মার্কেটের প্রবেশ পথ থেকেই দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়।

এর কারন হিসেবে জানা যায়, গত ১৪ অক্টোবর ২০০৯ তারিখে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তফা জব্বার প্রশাসন নিয়ে মাল্টিপ্ল্যান সেন্টারের বেশ কিছু ব্যবসায়ীদের বিরুদ্ধে অহেতুক হয়রানিমূলক মামলা করে। এ মার্কেটে এই মোস্তাফা জব্বার টাস্ক ফোর্স নিয়ে তার বিজয় সিডির নকল উদ্ধার করতে এসে মার্কেটের কয়েকজন ব্যবসায়ীকে অহেতুক গ্রেফতার করান। এরপর এসব ব্যবসায়দের নামে মামলাও ঠুকে দেন। মামলা নং- ১১/৩৩৭, ১২/৩৩৮, ১৩/৩৩৯, ১৪/৩৪০, ১৫/৩৪১, ১৬/৩৪২। অথচ এ ধরনের সিডি কপি করা এসব ব্যবসায়ীদের কাজ না।

তারা শুধুমাত্র বিক্রি করত। তাও শুধুমাত্র এই মার্কেটেই না, সারা বাংলাদেশেই এসব সিডি পাওয়া যায়। কিন্তু তার ক্ষোভ হলো-এই মার্কেট যেন কোন ক্রমেই না জমে। কিন্তু কেন এই ক্ষোভ মাল্টিপ্ল্যান মার্কেটের এসব ব্যবসায়দের প্রতি? কারন হিসেবে জানা গেছে, এই মার্কেটের ব্যবসায়ীরা মোস্তাফা জব্বারকে এখন আর পাত্তা দেয় না এটাই তার ক্ষোভ। মার্কেট শুরুর প্রথম বার মেলা করার নামে এই মোস্তাফা জব্বার এই মার্কেট থেকে প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নেন।

তখন এই মেলার আয়োজক ছিল মোস্তাফা জব্বারের নেতৃত্বে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। এরপর থেকে মার্কেট কর্তৃপক্ষ নিজেরাই মেলা করতে শুরু কওে এবং বেশ জমজমাট আয়োজন করে। এতে মোস্তাফা জব্বার বেশ কয়েক বছর ধরে বিভিন্নভাবে বাঁধা দিয়ে আসছে। সে এই মার্কেট কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অপপ্রচারে ব্যাস্ত থাকে সব সময়। কোন পণ্য বা প্রতিষ্ঠান যেন এই মার্কেটের মেলায় স্পন্সর না করে তার জন্যও তার প্রচেষ্টার অন্ত থাকে না।

এসব ঘটনার প্রেক্ষিতে ৭ মার্চ ২০১১ মাল্টিপ্ল্যান সেন্টারের ৮ম তলায় ‘সোর্স এডজ নামে’ একটি কম্পিউটার দোকান উদ্বোধন করতে আসলে মার্কেটের ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে এসব শ্লোগান দেয় ও জুতা প্রদর্শন করে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.