ছায়া ছায়ায় পথ হেটে চলি--ছায়া আমার সামনে ও পিছে।
এ সংক্রান্ত বিডিনিউজ টোয়েন্টিফোরের খবর
আচ্ছা মানুষ বিয়ের পিঁড়িতেই বসে কেন? এটা পিঁড়ি না হয়ে চেয়ার কিংবা টেবিল অথবা সোফাসেট হলে ক্ষতি কী। ঠিক আছে মেনে নিলাম প্রথম বিয়েতে নর-নারী পিঁড়িতে বসে, দ্বিতীয় বিয়েতেও কি পিঁড়িতে বসে। যাক বাদ দিলাম এই ‘বিয়ে বিয়ে পিঁড়ি পিঁড়ি’ পসমঙ্গ। শুনলাম সুবর্ণা মুস্তাফা নাকি আবারো বসেছেন!
হ্যাঁ, ঠিকই ধরেছেন বিয়ের পিঁড়িতে।
বর আর কেউ নয় পরিচালক বদরুল আনাম সৌদ। সোমবার সকাল ১১টায় তার উত্তরার বাড়িতে এই ‘বিয়ে বিয়ে পিঁড়ি পিঁড়ি’ খেলাটা সম্পন্ন হয়।
বিয়েতে শুধু বর ও কনের পরিবারের ঘনিষ্ঠজনরাই উপস্থিত ছিলেন। আর ছিলেন প্রযোজনা সংস্থা ‘কৃষ্ণচূড়া’র কয়েকজন কর্মী। ১০ লাখ টাকা দেনমোহরে সুবর্ণা-সৌদের এবারের বিয়েটা হয়েছে।
আগামীবার এই মোহরানার অঙ্ক কত হবে, কে জানে!
‘প্রভু তাহাদের শান্তিতে রাখুন’- আমিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।