আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীন ব্যংক ও মালিকানার খেলা

সত্য আর মিথ্যার মধ্যে নিরপেক্ষতা নয়

মালিকানার কতো না রকম, রং পরিবর্তনের মতোই কতো না তার বাহার- ১) গ্রামীন ব্যংকের মালিক নাকি ৮০ লাখ সদস্য। অথচ এই জাতীয় মালিকানার কোন আইনগত ভীত্তিই নেই। ২) শুরুতে সরকার (তথা বাংলাদেশ) গ্রামীন ব্যংকের ৬০ ভাগ মালিক ছিল। এটা কমে ২৫ ভাগ কিভাবে হল? সরকার সেচ্ছায় ছেড়ে দিল, না ওনাদের ইচ্ছা হল, ফের নিয়ে নিলেন? এর পরে কি করবেন? ০ শতাংশ? প্রশ্ন করে অবশ্য লাভ নেই। ওনারা আমাদের প্রশ্নের উত্তর কোনদিনই দিবেন না। উনি সাংবাদিক সম্মেলন করেছেন, কাউকে নাকি প্রশ্ন করতে দেন নি। ওনার যদি কিছুমাত্র স্বচ্ছতা থেকে থাকে,তবে সজিব ওয়াজেদ যেসব গুরুতর অভিযোগ করেছেন, সেগুলোর জবাব অন্তত দেয়া উচিত। পাঠক সজীব ওয়াজেদ নামটা একটু ভুলে গিয়ে পড়ে দেখতে পারেন- জয়ের অভিযোগগুলি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.