ভাবনারা মাথার ভিতর অবিরত তুলছে ঢেউ
লজ্জাটা হয়তো পুরোপুরি কাটবে না। কিন্তু কিছুটা তো দায়মুক্তি হলো বাংলাদেশের সত্যিকারের প্রেমীদের। ওয়েস্ট ইন্ডিজ দল বহনকারী বাসে উগ্র কিছু সমর্থক পাথর ছুড়ে ক্রিকেটবিশ্বের কাছে যে আশঙ্কাজনক ইমেজ তৈরি করতে যাচ্ছিলেন সেটা পরদিনই সত্যিকারের ক্রিকেটপ্রেমীরা কাটানোর চেষ্টা করেছেন ফুল, শুভেচ্ছা আর ক্ষমা প্রার্থনার বার্তা দিয়ে। সেই বার্তা পেঁৗছেছে ওয়েস্ট ইন্ডিজ দলেও। বাংলাদেশ ছেড়ে যাওয়ার এক দিন পরে তাই ওয়েস্ট ইন্ডিয়ান তারকা ক্রিস গেইল টুইটারে জানিয়েছেন, 'সব আন্তরিকতা গ্রহণ করা হলো।
'
খবরটা তাঁর টুইটারের মাধ্যমেই প্রথম ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শেষে মাঠ থেকে ফেরার পথে গেইল টুইট করে জানিয়েছিলেন, কিছু উগ্র সমর্থক পাথর ছুড়ে মেরেছে তাদের টিম বাসে। যদিও পরে জানা গেছে লজ্জাজনক হারের পর ভুল করে বাংলাদেশের বাস ভেবে পাথর ছোড়া হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বাসে, কিন্তু এটাই এখানকার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন করে তুলেছিল ক্রিকেটবিশ্বকে। বাংলাদেশকে এ লজ্জা থেকে উদ্ধার করতে এগিয়ে এসেছিলেন কিছু সত্যিকারের ক্রিকেটপ্রেমী। পরদিন ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ ছেড়ে যাওয়ার আগেই তাঁরা ফুল হাতে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন তাদের, পাঠিয়েছেন ক্ষমা প্রার্থনা করে একটি চিঠিও।
নিরাপত্তারক্ষীর মাধ্যমে যেটা গ্রহণ করেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন সামি। দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও ক্রিস গেইল কিন্তু সেই টুইটারেই গতকাল আবারও জানিয়েছেন, বাংলাদেশি সমর্থকদের এই আন্তরিকতাটা সানন্দেই গ্রহণ করেছেন তিনি।
আকস্মিক এ ঘটনায় কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশনও (ডাবি্লউআইপিএ)। যদিও দলের সবাই নিরাপদ থাকায় এখন কিছুটা স্বস্তি বোধ করছে তারা। তবে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে জন্য বিশ্বকাপ ক্রিকেট খেলতে আসা সব দলের নিরাপত্তা আরো বাড়ানোর জন্য আইসিসির কাছে অনুরোধ করেছে তারা, 'ভবিষ্যতে আরো ভয়ংকর কিছু যাতে না হয় সে জন্য আইসিসির নিরাপত্তা নিয়ে একটু সতর্ক হওয়া দরকার।
' তবে ক্রিকেটারদের নিরাপত্তার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে নিজেদের সন্তুষ্টির কথাই জানিয়েছে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড (ডাবি্লউআইসিবি)। বাংলাদেশে তাদের দলের বাসে পাথর ছুড়ে মারাটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখছে তারা এবং এর আগে সব সময় বাংলাদেশ সফরে এসে পাওয়া আন্তরিকতা ভবিষ্যতেও থাকবে বলে আশা করা হয়েছে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে, 'ওয়েস্ট ইন্ডিজ দল সব সময় বাংলাদেশে আন্তরিক অভ্যর্থনা পেয়ে এসেছে এবং আমরা আশা করছি ভবিষ্যতেও সম্পর্কটা এমন থাকবে
সুত্রঃ কালের কন্ঠ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।