আমাদের কথা খুঁজে নিন

   

ইসিতে হিসাব দিল আ. লীগ-বিএনপি

ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের লেনদেনের হিসাব গণমাধ্যমে প্রকাশ না করলেও প্রধান বিরোধী দল বিএনপি তা জানিয়ে দিয়েছে। আর ইসি নিজ থেকে কোনো দলের হিসাবই প্রকাশ করছে না।
ইসি সচিবের কাছে বুধবার আয়-ব্যয়ের হিসাব জমা দিয়ে আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস সাংবাদিকদের বলেন, “আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাস করি বলে অডিট রিপোর্ট দিয়েছি। ”
“প্রথাগত কারণে আমাদের পক্ষে তা প্রকাশ করা সমীচীন হবে না। এটা এখন সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের সম্পদ।


হিসাব প্রকাশ না করলেও বিভিন্ন খাত উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশন যদি প্রকাশ করতে চায়, তাতে তাদের কোনো আপত্তি নেই।
 
এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দেন।
তিনি বলেন, “আমরা দলের ২০১২ পঞ্জিকা বর্ষের হিসাব জমা দিলাম। আমাদের মোট বার্ষিক আয় ১ কোটি ৭৯ লাখ ১২ হাজার ২৩১ টাকা এবং বার্ষিক ব্যয় ২ কোটি ২৬ লাখ ৯ হাজার ১৪৩ টাকা। ”
ক্ষমতাসীন মহাজোটের শরিক জাতীয় পার্টিসহ ৩০টি দল বিকাল পর্যন্ত তাদের হিসাব জমা দিয়েছে বলে ইসির জনসংযোগ শাখা জানায়।


ওয়ার্কার্স পার্টি, জাসদ, জাতীয় পার্টি (জেপি), সাম্যবাদী দল, বিকল্পধারাসহ কয়েকটি দল আয়-ব্যয়ের হিসাব জমা দেয়ার সময় বাড়ানোর আবেদন করেছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিবন্ধিত দলগুলোকে রেজিস্টার্ড চার্টার্ড একাউন্টেন্ট ফার্ম দিয়ে নিরীক্ষা করে ইসিতে প্রতিবেদন দেয়ার বাধ্যবাধকতা রয়েছে।
২০০৮ সাল থেকে এ বাধ্যবাধকতা আরোপ হলেও কমিশন এথনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো হিসাব প্রকাশ করেনি। এটা দলগুলোর ‘গোপনীয় প্রতিবেদন’ উল্লেখ করে তারা প্রকাশ না করা পর্যন্ত ইসিও অপারগতা জানিয়ে আসছে।
এবারও নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সাদিক সাংবাদিকদের বলেন, “অডির্ট রিপোর্ট জমা দেয়ার সময়সীমা বৃদ্ধির প্রয়োজন হলে অথবা আয়-ব্যয়ের হিসাব প্রকাশের বিষয়ে কমিশনই সিদ্ধান্ত নেবে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।