আমাদের কথা খুঁজে নিন

   

ইসিতে বিএনপি'র লিখিত অভিযোগ

আসন্ন উপজেলা নির্বাচনে বিরোধী প্রার্থীদের হত্যা, গুম ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিয়েছে বিএনপি।

আজ মঙ্গলবার দুপুরে শেরেবাংলানগরস্থ কমিশন সচিবালয়ে বিএনপি'র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল এ অভিযোগ দেন। জমাদান শেষে বেরিয়ে সাংবাদিকদের রিজভী আহমেদ বলেন, ৫ই জানুয়ারির প্রহসনের নির্বাচনের মতো উপজেলা নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করছে সরকার। বিএনপি সমর্থিত প্রার্থীদের গুম, হত্যা, গণগ্রেপ্তার করা হচ্ছে। সরকার দলীয় প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছে।

অথচ কমিশন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেনা।

তিনি বলেন, নির্বাচন কমিশন তল্পিবাহকের ভূমিকা পালন করছে। ফলে এই কমিশনের ওপর জনগণের ন্যূনতম আস্থা থাকবে না। প্রথম ধাপের উপজেলা নির্বাচন পর্যবেক্ষণ করা হবে। কোন ধরনের কারচুপি হলে এই কমিশনের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন তিনি।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, সহদপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন উপস্থিত ছিলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।