প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মহাসড়কে গাছের গুঁড়ি জ্বালিয়ে এবং ইট ফেলে অবরোধ করে তারা।
এ সময় মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ অবস্থায় বিকল্প পথে সিরাজগঞ্জ শহর হয়ে কিছু যানবাহন চলাচল করতে দেখা যায়।
পরে ঘটনাস্থলে র্যাবের একটি টিম পৌঁছলে অবরোধকারীরা সটকে পড়ে। আধাঘণ্টা পর এ মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে জামায়াত-শিবিরকর্মীরা শহরে একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি শহরের এস এস রোডের ভিআইপি মোড় থেকে শুরু হয়ে বড় বাজারে গিয়ে শেষ হয়।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে মিছিলকারীরা সরে পড়ে।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার ওসি মেহেদী হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহাসড়কে র্যাব ও পুলিশ টহল দিচ্ছে। পরিস্থিতি শান্ত রয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।