আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গঃ আইন মানা-না মানা -৫

অচেনা মানুষ

আইনের প্রতি শ্রদ্ধশীল না হলে সমাজে শান্তি-শৃঙ্খলা থাকবে না। একটি সুখী ও সমৃদ্ধিশালী দেশ গঠনের পূর্ব শর্ত হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং রাষ্ট্রের প্রতিটি নাগরিকের উচিত আইন মেনে চলা, আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। আমাদের দেশ একটি গণতান্ত্রিক দেশ এবং একটি গণতান্ত্রিক সরকার রাষ্ট্র ক্ষমতায়। আমাদের দেশে যে আইনগুলো রয়েছে তা যদি আমরা সকলে মেনে চলি তাহলে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে নিঃসন্দেহে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের দেশে অনেক প্রভাবশালী ব্যক্তি ও সংগঠন ইতিমধ্যে আইনের প্রতি বার বার বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।

দেশে আইন আছে, আইনের শাসন প্রতিষ্ঠা করা সরকারের দায়িত্ব। আর দেশের জনগণের উচিত আইন মেনে চলা। সুখী সমাজ গঠনে এর কোন বিকল্প নেই। দেশের সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে সর্বনিম্ন পর্যন্ত সব লোককেই আইন মেনে চলা উচিত। কিন্তু আমাদের দেশের সরকারি কর্মকর্তারা অনেক সময়ই আইন অমান্য করে চলেন।

খাদ্য বিভাগে দেখা যায় চাকরি শেষ হওয়ার পরও আইন ভঙ্গ করে তারা চাকরি করে চলেছে। তাই সবারই ইন মেনে চলা কর্তব্য। আইন সবার জন্যই সমান। যে আইনকে অমান্য করবে সে দেশের শত্রু। অনেক সময় দেখা যায় আমাদের যে সব ট্রাফিক পুলিশ রয়েছে তাদের অধিকাংশই বেআইনীভাবে ট্রাক কিংবা বাস থামিয়ে চাঁদা তুলে।

এতে জ্যামের সৃষ্টি হয়। দুর্ভোগ বাড়ে সাধারণ মানুষের। আমাদের দেশে যে আইন রয়েছে সে আইন সবারই মানা উচিত। দেখা যাচ্ছে যারা আইন রক্ষক তারাই অনেক সময় আইন মানে না। তারা অনেক ক্ষেত্রে আইন অমান্য করে ভাল লোককে ধরে নিয়ে মারধর করে।

ট্রাফিক পুলিশ তারা রাস্তায় চলছে অথচ তাদের হ্যালমেট নেই অথচ তারাই জনগণকে হ্যালমেট পরাতে আইনের কথা চলছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।