চলার শক্তি হারিয়েছি
বলার শক্তি হারিয়েছি।
যে আলোর মাঝে একসময় খুজে পেতাম-
মানুষের ভালবাসা,
সেই আলোতেই এখন শুধু খুজে পাই-
মানুষের ছলনা,বিশ্বাসঘাতকতা।
অশ্রুভেজা চোখ নিয়ে কাটাই ঘুমহীন রাত।
কাউকে সুখ দিতে গিয়ে নিজেই হলাম নিঃস্ব।
বেঁচে থেকেও মৃতের মত হয়ে আছি।
জীবন আজ থমকে দাড়ালো
পারিনি নিজেকে মুক্ত করতে,
শ্বাসটা নিতে আজ খুব কষ্ট হয়-সব শেষ।
যেদিন আমি থাকবো না,
সেদিন বুঝবে আমাকে পুড়ানোর যন্ত্রনা,
আমাকে হারানোর বেদনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।