একটার পর একটা পরত ছাড়িয়ে যাচ্ছি, ভেতরে কি আছে জানতে হবে। এক এক বার খোসা ছাড়াও তো এক এক রকম চেহারা। শুধু একটাই মিল,প্রতিবার খোসা ছাড়াতে গেলেই চোখে পানি এসে যাচ্ছে। কেন পানি আসে? আসবি আয় ভাল, কিন্তু আনন্দ বেদনা দুটাতেই আসবি এটা কেমন কথা ?
বাইরের পরতগুলো মনে হয় বেশী রঙ্গিন, যত ভিতরে যাচ্ছি তত সাদা হচ্ছে। আরে, ভিতরে তো কিছুই নাই, পুরোটাই দেখি ধোঁকাবাজি ! এর কোন মানে হয় ?
ভাজাভাজা করে খেয়ে ফেলব নাকি? কুঁচি কুঁচি করে কেটেও ফেলতে পারি।
পিষে রস বের করে ফেলি,শুধু ফ্লেভার হলেই কাজ হয়ে যাবে, বাকিটুকু ফেলে দেয়া যায়।
কতভাবেই না কাজে লাগানো যায়, কত রকম রান্নাই বা রাঁধা যায় ! এটা বাদ দিয়ে কোন মেনুটা আপনি বানাবেন ? চাইনিজ, থাই, কোরিয়ান, বাঙ্গালী,জঙ্গলী, মঙ্গলী কোনটা ?
পেঁয়াজ ছাড়া চানাচুর ? শিক কাবাব ?শুধু একভাবেই খাওয়া যায় না । খালি খালি পেঁয়াজ খেতে পারবেন না।
কখনো অনেক সস্তা, আবার কখনো চড়া দামে কিনতে হবে। খুব সাবধানে ব্যবহার করতে হবে।
অযত্নে ফেলে রাখলে পচে গলে নষ্ট হয়ে যাবে। নিজে তো নষ্ট হবেই পাশের গুলোকেও নষ্ট করে ফেলবে।
এক একটা মানুষ এক একটা দার্শনিক। জীবনের সংজ্ঞা সবার কাছে আলাদা,আবার সময়ে সময়ে বদলে যায়। তাই বলে জীবনকে পেঁয়াজ বানিয়ে দিলাম ? এটা কি ঠিক হল?
আল্লা, খোসার উপর খোসা জোড়া দিয়া তুমি পেঁয়াজ বানাইলা ক্যান ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।