বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে মগবাজার আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
আহতের নাম মো. শাকিল (২৩)। তিনি মগবাজার জারাফ সেলস অ্যান্ড মার্কেটিংয়ের বিক্রয় প্রতিনিধি।
আহত শাকিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, তিনি ওই এলাকার একটি দোকান থেকে বের হওয়ামাত্র কয়েক যুবক এলোপাতাড়ি কুপিয়ে তার সঙ্গে থাকা প্রায় তিন লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
প্রথমে আশেপাশের লোকজন তাকে বারডেম হাসপাতালে নেন এবং পরে সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।
জারাফ সেলস অ্যান্ড মার্কেটিংয়ের ব্যবস্থাপক নাজমুল আরেফিন হাসপাতালে সাংবাদিকদের বলেন, তাদের প্রতিষ্ঠান বিকাশের এজেন্ট। শাকিল বিভিন্ন দোকান থেকে টাকা উঠাতো।
তার ধারণা, শাকিলে কাছে তিন লাখের বেশি টাকা ছিল।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, শাকিলে মাথায় ও দুই হাতে জখম হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।