জাতীয় বাজেট ঘোষনার পর পর মগবাজারে বন্যা হয়েছে বলে অসমর্থিত সুত্র জানিয়েছে।
সুত্র জানায় কাল দুপরে BAL সরকারের পক্ষ থেকে অর্থমন্ত্রী MAL সাহেব দৈনন্দিন বিভিন্ন জিনিসপত্রের উপর অতিরিক্ত করারোপ করেন। বিশেষ করে যেসব বস্তুর চাহিদা বেড়ে গেছে। সেসব বিলাসী সামগ্রীর উপর অতিরিক্ত করারোপ করা হয়। সাম্প্রতিক সমসয়ে 'কাঁঠালপাতা''র অতিরিক্ত চাহিদার সুবাদে একশ্রেনীর ব্যবসায়ীরা বিনামূল্যে 'কাঠালপাতা'' কিনে এনে তা মগবাজার ও সোনাব্লগে উচ্চমূল্যে বিক্রি শুরু করলে বাংলাদেশের আসল গবাদিপশুরা খাদ্যসংকটে পড়ে।
আসল গবাদিপশুদের রক্ষা করার জন্যই 'কাঁঠালপাতা'র উপর উৎসে ১৬০০% করারোপ করা হয়েছে বলে জানিয়েছেন মাল।
এদিকে 'কাঁঠালপাতা'র উপর অতিরিক্ত করারোপের কারনে মগবাজারে শোকের মাতম বইয়ে গেছে। সুত্র জানায়,কাঠাঁলপাতার সরবরাহ কমে যাওয়ায় অপ্রকৃত গবাদিপশুরা অশ্রুবিসর্জন ও বুক চাপড়ে মাতম করছে। তারা এই বাজেট কে প্রত্যাখান করেছে। মগবাজারের আদি বাসিন্দা তিরিভুজ ক্ষুব্ধ হয়ে বলেন,''এই সরকার ছাগল মারার সরকার।
এই বাজেট ছাগল মারার বাজেট। ছাগলের লাদিতে লাথি দিয়ে দুইদিনও টিকতে পারবে না। '' তার সাথে অন্যন্য বাসিন্দারাও লাদি ফেলে ও ছাগলাদাড়ি নেড়ে সম্মতি জানান। এসময় তাদের চোখে অশ্রু এবং মগবাজারের রাস্তায় বন্যা দেখা যায়।
ওদিকে সোনাব্লগের বাসিন্দারা সরকারের এই বাজেটের বিরুদ্ধে পিটিশন যোগাড় করবেন বলে প্রস্তুত হচ্ছেন।
''কাঠালপাতা সংকটে লক্ষ ছাগল'' নাম পিটিশনে তারা কাঠালপাতার উপর অতিরিক্ত করারোপ তুলে নেয়ার পাশাপাশি জাতীয় বীর ভাষা সৈনিক মহান পাকযোদ্ধা গোয়াজমের পাশাপাশি নাবালক কামরুজ্জামান,সাবালক সাকা ও সালোয়ার হোসেন লাদির মুক্তিও দাবী করবেন বলে জানিয়েছেন। কাঠাল পাতার সাথে ওনাদের মুক্তির সম্পর্ক জানতে চাইলে সোনামডারেটর বলেন,''ওনাদের মুক্তি না দিলে ফ্যাসিস্ট সরকার ডিমের দামও বাড়িয়ে দেবে বলে জানতে পেরেছি। আমরা সরকারের ডিম খাওয়ার জন্য চাই,ঢোকানোর জন্য নয়। ''। এসময় তার সাথে সহমত জানিয়ে শখানেক সোনামেম্বারকে 'প্লাস প্লাস' বলে আমোদ করতে দেখা যায়।
অন্যদিকে প্রকৃত গবাদি পশুরা সরকারের এই করারোপকে স্বাগত জানিয়ে মিছিল করেছে। জাতীয় রয়েল বেঙ্গল ও ব্ল্যাকবেঙ্গল ছাগল সম্প্রদায়ের ব্যানারে আজ হাজারখানেক ছাগল মগবাজারের সামনে দিয়ে র্যালি মিছিল করে। কাঁঠালপাতার প্রকৃত ভোক্তাদের জীবন বাঁচিয়ে দেয়ার জন্য সরকারকে তারা অভিনন্দন জানান। এসময় প্রকৃত গবাদি ও মগবাজারি ছাগলের বিশাল এক সমাবেশ ঘটায় কিছুক্ষনের জন্য আসল-নকল চেনা দায় হয়ে পড়ে। পরবর্তীতে পুলিশ এসে দুর্গন্ধ সনাক্ত করে মগাবাজারি ছাগলগুলোকে সরিয়ে দেয়।
পরবর্তীতে খবর প্রচারিত হবে অমুক সময়ে। এখন দেখুন বিজ্ঞাপন বিরতি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।