আমাদের কথা খুঁজে নিন

   

নতুন বোলিং কোচ ওয়াসিম আকরাম, ব্যাটিং কোচ ব্রায়ান লারা এবং ফিল্ডিং কোচ জন্টি রোডস

একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ...

আমি একজন অবিবেচক নির্বাচক! অনেকদিন আগে জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজ চলাকালীন ২য় ম্যাচে যখন বাংলাদেশ জিতে যায় সেইদিন একটা পোষ্ট দিয়েছিলাম বাংলাদেশ দল জেতার পরও দলে বড় ধরনের পরিবর্তন করা দরকার এবং অবিবেচক নির্বাচকের সেরা একাদশ !! আজ আমি বাংলাদেশ দলের জন্য নতুন তিনজন কোচ নিয়োগের মতো দুঃসাহসিক কাজ করতে চাচ্ছি। যেহেতু আমি অবিবেচক নির্বাচক, তাই কোচ নির্বাচনেও আমি আমার বিবেচনায় তিনজন কোচ নির্বাচিতো করলাম। বোলিং কোচঃ ওয়াসিম আকরাম ব্যাটিং কোচঃ ব্রায়ান লারা ফিল্ডিং কোচঃ জন্টি রোডস ------------------------------------------------------------------- এরা সবাই নিজ নিজ জায়গায় বছরের পর বছর রেকর্ডসহ ক্রিকেট বিশ্ব মাতিয়েছেন। অথচ আমাদের বর্তমান দলের ব্যাটিং আর বোলিং কোচের আর্ন্তজাতিক কোনো ম্যাচেরই অভিগ্গতা নেই!! এই বিশ্বকাপের পরপরই বাংলাদেশের বর্তমান তিন কোচকে ঝাড়ু দিয়ে মেঝের ময়লা পরিস্কার করার মতো করে দেশ থেকে বিদেয় করা প্রয়োজন। বিশেষ করে সিডন্সকে। তার পেছনে কোটি কোটি টাকা অপচয় করার কোনো মানে হয় না!! সে হচ্ছে আমাদের মূল কোচ এবং ব্যাটিং কোচ। অথচ তার সময়ে সে এমন কোনো ম্যাচের রেকর্ড দেখাতে পারবে না যে ম্যাচে বাংলাদেশ শুধুমাত্র ব্যাটসম্যানদের পার্ফমেন্সে জিতেছে। ২০০৭ এর পর প্রচুর ম্যাচের উদাহরন আছে যেসব ম্যাচ বোলাররা জিতেয়েছে। যেহেতু সিডন্স বাংলাদেশের ব্যাটিং কোচ, এইসব ম্যাচ জয়ের ক্ষেত্রে সিডন্সের কোনোপ্রকার অবদান নেই!! সুতরাং বিশ্বকাপের পরপরই বর্তমান কোচদের বিদেয় করে, বিসিবির পক্ষ থেকে ওয়াসিম আকরাম, ব্রায়ান লারা এবং জন্টি রোডসকে বাংলাদেশে দলের কোচ হিসেবে যোগ দেয়ার জন্য আহবান করা হোক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.