আমাদের কথা খুঁজে নিন

   

পূর্ণতার শূন্যতা

∞ দিনের শুরু রাতের শেষক্ষণে যাকে খুজে পাও আমি সেই সকাল ∞

ধুলোয় রেখে গিয়েছিলাম তোমার পদচিহ্ন ফিরে এসে দেখি পড়ে রয়েছে সেখানে শূন্য শূন্যতা নিয়ে শেষে অবাক হবার দেশে মিছি মিছি শান্তনা কে ডাকি; ডাকি শান্তনাকে যদি সে এসে বলে; হারিয়েছো যা, তা,কি ফিরে আসবো কখনো ? আসবেনা তো আর ফিরে; তবুও মন্ত্রমুগ্ধের তাকেই ভাবি; যখন ঢেউ না তুলেই তুমি গেলে অথৈ জলের তলে; তখন কলঘরের জল আমাকে মুখ ভেংচি দিয়ে দিলো; শূন্যতা ছড়িয়ে গেল সবখানে। বিন্দু থেকে বিন্দুতে ফিরে আসা হলোনা আমার; তোমায় দিয়ে পূর্ণতা আমি পেলাম শূন্যতা বিরিশিরি-২০১১ ই ফেব্রুয়ারী-২০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।