কাব্য ভাষা তোমার মিছে হবেনা,সেথায় হোক ছন্দের অমিল
না ই বা হল সনেট আর হোক ছয়,আট চরনের গরমিল।
মন যেথায় মনকে আকে,সেথায় অঙ্ক আর অন্তরায় ভুল
কি আসে যায় তাতে।
সাগরের বুকে হাজার জোয়ারের খেলা,তীরের মাঝেই শেষ বেলা।
নদীর শুরু হোক পাহাড়ের কোল বা ঝরনা ধারা,হল-ই বা হিমাবহে,
সাগর যে শেষ ঠিকানা।
আকাশে রাখো চোখ মিছে কারো ডাকে পিছু ফিরে চেওনা,
যে যাই বলুক পথ ছেড়ো না।
সামনে যে আমার অসীম ভালবাসা নতুন ফুলের চারা হয়ে
তোমার পথ চলার,সারা পথ জুড়ে আছে,
তুমি হাটবে আর এক এক ফুল ফুটবে,
এই পথ ভুলে অন্য পথে যেওনা,আমি রব ঠিকই,
কত হৃদয়ভাঙা যাবে,আরও কতকে,তুমি ত নও।
মরুর মত শূন্য পড়ে রব,তোমার মত একটা বৃক্ষের আশায়,
নয়ত চাঁদ হয়ে থেকো তুমি,আমি সাথী হব হাজার তারায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।