পাশেই তো থাকে দৃষ্টির আড়ালে তবু দৃষ্টিতে মিশে দূরের ঐ মেঘমালা কে বলেছিলাম আমি শূন্যতায় বাস করি সে একটু হেসে বিদ্রূপ করে বলেছিল তুমি তো শূন্যতার মেয়ে গভীরের অন্তনীলে শূন্যতার বুকে তোমার জন্ম
আমার অসীম শূন্যতার ফাঁক গলে বেরিয়ে আসা
পূর্ণতার আলো, তার নিষ্পাপ চোখে ঝরায়
বিষাক্ত আচড় মুক্তির প্রার্থনা ।
আকাশ হাহাকার করে ,,,
পৃথিবী দ্বিধা হও,
দ্বিধা হও লুটিয়ে পরো শুভ্র সুন্দর এর পায়ে,
মুক্ত হও, মুক্তি দাও ,,
আধাঁরের যন্ত্রনাময় আঁচড় থেকে ।
ভয়ংকর তিক্ত হাসিতে উজ্জ্বল হয় সমাজের কালো মুখ
যেনো অপেক্ষায় ফুল ফোঁটার
তিলে তিলে আরেকটি ফুল ঝরাবে বলে ।
আমি শুধু তার নিষ্পাপ চোখের তারায় স্বপ্ন এঁকে দেই
চোখে চোখ রেখে বলি ,
তুমি নির্ভয় থাকো নিষ্পাপ শক্তি আমার ।
মুক্তির মতো নির্বাক ভিরুতা নয় ...
আধাঁরের খোলস ভেংগে
ছিনিয়ে আনো তোমার কাংখিত আলো ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।