আমরা বাঙ্গালী খুব খারাপ । আমরা আমাদের নিজেদের ঠিক মত চিনি না ।
আমরা একটা মানুষকে একবার মাথায় নিয়ে নাচতে পারি আবার তাকে পায়ে ফেলে মারতে পারি ।
কাউকে বুকে ভিতর আশ্রয় দিতে পারি না ।
যেমন – বাংলাদেশ ক্রিকেটে কেউ একজন ভাল খেললে আগামি একমাস মিডিয়া জগত তাকে নিয়ে ব্যস্ত থাকে।
সংবাদপত্র খুললে তার নাম, টেলিভিশনের পর্দায় তাকে নিয়ে আলোচনা আর কত কিছু। কেউ গার্লফ্রেন্ড নিয়ে ঘুরলে তার ছবিও প্রকাশ করা হয়।
ভাই বুঝিনা , তাকে নিয়ে এত নাচানাচির কি আছে ?
সবার কাছে আমার বিনীত অনুরোধ দয়া করে কাউকে নিয়ে মাতামাতি- নাচানাচি করবেন না।
আমরা যখন তাকে মাথায় তুলব সে তখন অহংকারের saturation পর্যায়ে চলে যায়।
আবার যখন তাকে পায়ে ফেলে মারব, আমরা তাকে মানসিক প্রতিবন্ধী করে দেই।
পরে সে আর উঠে দাঁড়াতে পারেনা।
তাই আমরা আলোচনা-সমালোচনা যাই করি না কেন, অবশ্যই সেটা গঠনমুলক আলোচনা হতে হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।