আমি বই পড়তে খুব পছন্দ করি এবং পছন্দ করি সেগুলো নিয়ে আলোচনা করতে। তাই কারো যদি কোন বই ভাল লাগে বা নতুন কোন বইয়ের খবর যদি কেউ জানেন তবে আমাকে বললে আমার খুব ভাল লাগবে। নাঈমের ব্লাড ক্যান্সার। ওর বাবা নেই, ওদের আর্থিক সামর্থ্য নেই
আমরা ওকে বাঁচানোর চেষ্টা করতে পারি অথবা বিনা চিকিৎসায় মরতে দিতে পারি।
আমাদের কি করা উচিত?
মোস্তাফিজুর রহমান (নাঈম)ঢাকা সিটি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
মতিঝিল গভঃ স্কুল থেকে ২০১০ সালে সে জিপিএ ৫ পেয়ে এসএসসি পাশ করেছে। সে গল্প লেখে, গান গায়। ২০০৯ সালে প্রথম আলো গল্প লেখা প্রতিযোগিতায় তার গল্প নির্বাচিত হয়েছিলো। ২০১১ সালের SaveThePeople`s "Campaign For Developing Street children " এ ভলান্টিয়ার হিসাবে অংশ নিয়েছিলো। এই মেধাবী কিশোরটির লিউকোমিয়া ধরা পড়েছে।
ওর রক্তের গ্রুপ বি নেগেটিভ। সে বর্তমানে পিজি পাসপাতালের ডি ব্লকের ১৫ তলার ৫ নম্বর বেডে প্রফেসর মাসুদা বেগমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছে। পিতৃহীন এই বালকের চিকিৎসার খরচ আর বি-নেগেটিভ রক্ত জোগাড় করার প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছে ওর বন্ধুরা। ওর বন্ধুরা ব্যানার লিখে পুরো জাতির কাছে প্রশ্ন করেছে “আমরা কিছুই না করে নাঈমকে বিনা চিকিৎসায় মরতে দিতে পারি অথবা আমরা চেষ্টা করতে পারি; আমাদের কোনটা করা উচিত?”
ব্লাড ক্যান্সারে আক্রান্ত এই মেধাবী কিশোরকে বাঁচাতে সাহায্য করুন।
সাহায্য পাঠানোর ঠিকানাঃ
১।
মিনু আরা বেগম, ১০০, সবুজবাগ, ঢাকা। ফোনঃ ০১৭১১২৭০৩৭৯। সঞ্চয়ী হিসাব নম্বরঃ ৩৪১২৩২৯৯, নামঃ মিনু আরা বেগম, ব্যাঙ্কের নামঃ জনতা ব্যাঙ্ক লিঃ, দিলকুশা শাখা, ঢাকা।
২। যোগাযোগঃ মোঃ জাহিদ হোসেন, এক্সপার্ট, হিউম্যান রাইটস প্রজেক্ট, ইউএনডিপি, ঢাকা।
ফোনঃ ০১৮১৯২৯৫১৬৫/ ৯৩৩২৫২৫/ ০১৭৫৫৫২১৮১৫ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।