আমাদের কথা খুঁজে নিন

   

জিম্মি নাবিকদের স্বজনদের দৈর্য্য ধারন করতে বলা হয়েছে: নৌ-মন্ত্রী



‘সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি নাবিকদের স্বজনদের দৈর্য্য ধারন করতে বলা হয়েছে। একই সাথে তাদের সান্তনা দেয়া হয়েছে। ’ জিম্মি করা জাহাজের নাবিকদের উদ্ধারের বিষয়ে এটাই সরকারের পদক্ষেপ বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিএনপির অনুপস্থিত সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজানের এ সংক্রান্ত লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। তিনি বলেন,“ ছিনতাই করা জাহাজটি বর্তমানে সোমলিয়ান উপকূলে জলদস্যুদের দখলে আছে বলে জানা গেছে।

জাহাজে অবস্থানরত নাবিক স্বজনদের সাথে নৌ ও পররাষ্ট্র মন্ত্রণালয় আলোচনা করে তাদের সান্তনা প্রদান এবং ধৈর্য্য ধরতে বলা হয়েছে। ” শাহাজান খান আরো বলেন,“ ছিনতাইকারীদের সাথে জাহাজ মালকিপক্ষের আলোচনা চলছে। আশা করা যায় কোনো এক পর্যায়ে জাহাজটি উদ্ধার পাবে। নাবিকরা বন্দীদশা থেকে উদ্ধার পাবে। ” এর আগে একই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,“ গত বছরের ৫ ডিসেম্বর আরব সাগর থেকে জাহাজমনি ছিনতাই হয়।

সমুদ্র পথে ছিনতাইকৃত জাহাজ উদ্ধারের বিষয়ে সাধারণত মালিকপক্ষ ছিনতাইকারীদের সাথে আলোচনার মাধ্যমে নিম্পত্তি করে থাকে। তবে সরকার জাহাজ উদ্ধারের বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান করে যাবে। জাহাজটি ছিনতাইয়ের পর পরই ইন্ডিয়ান কোস্টগার্ড, দুবাইভিত্তিক ইউকে মেরিটাইম অর্গানাইজেশন, আঞ্চলিক জলদস্যুতা রোধ সংগঠন রিক্যাপসহ সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক সংস্থার সাথে যোগাযোগ করা হয়েছে। তাদের চাহিদা মোতাবেক ছিনতাইকৃত জাহাজ সম্পর্কিত সকল তথ্য প্রদান করা হয়েছে। ” সংসদ সদস্য সালমা ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,“ মংলা বন্দরের উন্নয়নে চারশ ৬৭ দশমিক ৪৫ কোটি টাকার সাতটি প্রকল্প হাতে নেয়া হয়েছে।

এছাড়া ১৮শ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ষষ্ঠ পঞ্চ-বার্ষিকী পরিকল্পনার আরো পাঁচটি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। ” সংসদ সদস্য বেনজীর আহমদের প্রশ্নের জবাবে শাজাহান খান বলেন,“ ‘উপরে ফিটফাট ভিতরে সদর ঘাট’ এ প্রবাদটি এখন পরিবর্তন হয়ে গেছে। মানুষ এখন বলে, ‘দেখতে হলে ফিটফাট চলে আসুন সদরঘাট’। একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে সদরঘাটের সেই পুরনো চেহারা পাল্টে দেয়া হয়েছে। ” সরাসরি সংসদ থেকে প্রতিবেদন টি লেখা হয়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.