আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা নিয়ে বিভ্রান্তি

সবসময় সবার সাহায্যে………তাই সহায়ক

বাংলাদেশে চলছে বিশ্বকাপ ক্রিকেট। ক্রিকেট জ্বরে আক্রান্ত সারা দেশ। গত ১৭ ফেব্রুয়ারি এক জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় বিশ্ব ক্রিকেটের এ মহাযজ্ঞ। এদিন ছায়ানটের শিল্পীদের পরিবেশনায় ছিলো আমাদের প্রাণপ্রিয় জাতীয় সঙ্গীত- "আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি"। যা শুনে সত্যিই প্রাণ জুড়িয়ে গিয়েছিলো।

কারণ এদেশে ছায়ানট ই বোধহয় একমাত্র প্রতিষ্ঠান, যারা জাতীয় সঙ্গীত সঠিক ভাবে গায়। সঠিকভাবে বলছি একারণে যে, গানের দ্বিতীয় চরণে "চিরদিন তোমার আকাশ" কথাটি দু'বার করে উচ্চারণ করার কথা থাকলেও আমাদের অধিকাংশেরই তা জানা নেই বা ভুলে যাই। (সঠিক জাতীয় সঙ্গীত নিচের লিংকে পাবেন)ঃ View this link উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশিত সঠিক জাতীয় সঙ্গীত শুনে যতটা পুলকিত হয়েছিলাম, ততটাই ধাক্কা খেলাম বাংলাদেশের ম্যাচগুলোতে ভুল জাতীয় সঙ্গীত শুনে। শুধু যে এক জায়গায় ভুল, তা নয়- সেখানে সুর-তালেও ছিল বৈসাদৃশ্য। দেশ টিভির দর্শক ফোরাম 'দেশ আমার' এর হয়ে কাজ করতে গিয়ে দেখেছি সবার কমন ভুল জাতীয় সঙ্গীতের ঐ এক জায়গায়।

আবার মানুষকে এ জিনিসটা বোঝানোও কঠিন, সহজে মানতে চায় না। আর এখন তো বলবে বিশ্বকাপেই এরকম শুনেছি। কি মুশকিলে পড়া গেল, বলুন দেখি? শুধু যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে বিভ্রান্তি তা নয়, দক্ষিণ আফ্রিকার জাতীয় সঙ্গীত নিয়েও আছে বিভ্রান্তি। যেজন্য বাধ্য হয়ে ওরা সঠিক জাতীয় সঙ্গীত আইসিসি'র কাছে হস্তান্তর করেছে। অবশ্য আমার কথা হল, আমাদেরটা নিয়ে, ওদেরটা নয়।

উদ্বোধনী অনুষ্ঠানে যেখানে ঠিকটা গাওয়া হল, তখন ম্যাচগুলোতে ভুল হয় কেন? এবার এ আসি আমাদের প্রিয় লাল-সবুজের পতাকার কথায়। বাংলাদেশের সংবিধান অনুযায়ী, প্রজাতন্ত্রের জাতীয় পতাকা হবে সবুজ ক্ষেত্রের উপর রক্তবর্ণের ভরাট বৃত্ত। এখানে 'সবুজ' মানে কিন্তু গাঢ় বা অন্য কোন সবুজ নয়, স্বাভাবিক সবুজ। কিন্তু ম্যাচের শুরুতে জাতীয় সঙ্গীতের সময় যে পতাকা মাঠে দেখলাম, তা পুরো ডিস্টেম্পারের সবুজ, যা দেখে বাংলাদেশের পতাকা বলে বোঝা খুব কঠিন। আমরা আসলে ঠিকভাবে কিছুই জানিনা আর জানতেও চেষ্টা করি না।

আবার বিশ্বকাপের মত বড় আসরেও ভুল করি। সত্যিই আমরা অদ্ভুত জাতি!!!!!!!! আমাদের সকলেরই উচিত, সঠিকভাবে জাতীয় সঙ্গীত ও পতাকা সম্পর্কে জানা, (আইসিসি, সরকার, আয়োজক কমিটিসহ আপামর জনসাধারণ)। যাতে ভবিষ্যতে এই ধরণের ভুল-ভ্রান্তি না হয়। না হলে ভবিষ্যত প্রজন্মও জাতীয় সঙ্গীত ও পতাকার সম্মান বজায় রাখতে ব্যর্থ হবে, আর আমাদের মতই তথাকথিত 'ভুল' করবে!!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।