ছিড়ে ফেলি ভিন্নতার ভেড়াজাল,মুক্ত করি মনুষত্ব্যকে।
আমার ছোট ভাই আশফাক। ক্রিকেটের ভিষণ ভক্ত। তার সব বইখাতার মধ্যেও ক্রিকেটের কিছু একটা যুক্ত আছেই। হোক বা সেটা ট্যাটু নাহয় কোনো খেলোয়াড়ের নাম নাহয় ক্রিকেট নিয়ে নিজস্ব কোনো অনুভুতির কথা।
ইতোমধ্যে বাংলাদেশ সহ ভারত ও শ্রীলংকায় শুরু হয়েছে ক্রিকেট বিশ্বকাপ ২০১১ এর আসর। বাংলাদেশ সহ অংশগ্রহনকারী ১৪টি দলই তাদের সর্বোচ্ছ যুদ্ধ চালিয়ে যাচ্ছে। বেশ আনন্দের সাথে সে সব খেলা উপভোগ করছি আমরা সকলে। আমার ছোট ভাইটা রঙ্গিন কাগজে বিভিন্ন ডায়লগ লিখে বাসার দেয়াল রাঙ্গিয়ে ফেলছে। তার সব লেখাতেই বাংলাদেশ দলের জন্য শুভকামনা প্রকাশ করেছে।
গতকাল তার ডাইরিটা দেখছিলাম। হঠাৎ করে একটা কবিতা চোখে পড়ল। শিরোনামটা দেখলাম "বিশ্বকাপে বাংলাদেশ। " আমার পড়ে ভাল লাগল। তাই সবার সাথে শেয়ার করলাম।
বিশ্বকাপে বাংলাদেশ
সাকিবের নেতৃত্বে
বিশ্বকাপে বাংলাদেশ,
তামিমের ব্যাটে থাকুক
ছন্দময় আবেশ।
দুর্দান্ত বোলার
নাম যে তার রুবেল,
আক্রমনাত্বক বোলিংয়ে
প্রতিপক্ষদের করবে সে ঘায়েল।
ঊদিয়মান খেলোয়াড়
শফিউল যে তার নাম,
বর্তমানে বাংলাদেশে
আছে যে তার দাম।
ডানহাতি ব্যাটসম্যান
নাম যে তার আশরাফুল,
অন্যবারের মত এবার
করবে না সে আর ভুল।
ছক্কার রসে ভরা
নাঈমের মধ্যে,
বাংলাদেশ জিতবে
শক্তিশালীদের বিরুদ্ধে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।