আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা, আশরাফুল, মাশরাফি, বিশ্বকাপে চান্স পাওয়া কে কেমন, আশরাফুলের ছবিঘর ও এ সম্পর্কিত পোস্ট সমগ্র

আমি বিনোদন প্রেমী
প্রথমে বিশ্বকাপে ক্রিকেটে বাংলাদেশের ১৫ সদস্যের দলঃ এটা সবাই জানেন, আরেকবার চোখ বুলিয়ে নেন- দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), মোহাম্মদ আশরাফুল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিক, রকিবুল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ, নাজমুল হোসেন, নাঈম ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, সোহরাওয়ার্দী শুভ ও শাহরিয়ার নাফীস। বিশ্বকাপে ক্রিকেটে বাংলাদেশের ১৫ সদস্যের দলে অসঙ্গতি- ১. মাশরাফি নাই। ২. আশরাফুল আছে। ৩. অলক কাপালি নাই । ------------------------------------ এবার কাজের কথায় আসি আশরাফুলকে দলে নেয়ায় আমার খুবই রাগ হচ্ছে।

এর আগে অনেক পোস্ট এসেছে এ নিয়ে। পোস্ট গুলোর লিঙ্ক একবারে দেখে নিতে পারেন। দল ঘোষণা নিয়ে পোস্ট সমগ্র- ২০-১-১১ রাত ৮.০০ পর্যন্ত পোস্ট এখানে। *বিশ্বকাপ ক্রিকেটে বাংলদেশের ১৫ জনের চুরান্ত দল *আশরাফুলের অভিজ্ঞতার প্রয়োজন আছে *খাল কাটিয়া কুমির (আশরাফুল) আনিলেন... *আমার আশংকাই সত্য করে মাশরাফিকে বাদ দিয়েই... *আশরাফুলকে আরেকটি সুযোগ দিতে বিশ্বকাপের দলে নেয়া হয়েছে *কথা হলো আশরাফুলের সাথে তার বিশ্বকাপে দলে চান্স পাওয়া নিয়ে *আশরাফুল কি আওয়ামীলীগ করে *বিশ্বকাপ দল ঘোষনাঃ *বিশ্বসেরা বিশ্বকাপ দলঃ বাংলাদেশ *জাতীয় ক্রিকেট দল নির্বাচনে নাকি গত বছরের পারফর্মেন্স দেখা হয়েছে *আশরাফুল না অলক, বিসিবিতে দু’টি গ্রুপের মধ্যে হাতাহাতির পর্যায়ে চলে গিয়েছিল *মাশরাফির উপর প্রচন্ড ঘৃণা হচ্ছে!!! *আশরাফুলকে চাই না, কিন্তু রকিবুলের জায়গায় অলোক কাপালিকে চাওয়া অবান্তর *এটাই আমাদের চরিত্র! *বিশ্বকাপের ১৫জন আমার কিছু কথা *ব্যাক্তি বড় না দল বড়? প্রসংগ ক্রিকেট *আশরাফুলের প্রতি এত ক্ষোভ ঝাতি মেনে নেবে না... *ছবি যেখানে কথা বলে। *আমাদের ফিটনেসহীন মাশরাফি, নির্বাচকদের পেয়ারের আশরাফুইল্লার চেয়েও অনেক বেশী কার্যকর।

। *একটি প্রশ্ন - তখন কি নাজমুল কে পিটিয়ে ইনজুরড বানিয়ে মাশরাফিকে আনবো? *মাশরাফি তুমি কেন কাদবে কাদবে তো আশুর শশুড় (নির্বাচকরা) *আমি মাশরাফি ভক্ত বলছি: যারা লোটা কামাল ও নির্বাচক কমিটিকে থাপড়াইতে চান পোস্টে প্লাস দিয়ে যান। *মাশরাফি তুমি কাঁদছো? কারণ তুমি এখনো দেশপ্রেমি খেলোয়ার, এখনো হিসাবী পেশাদারী লোভী খেলোয়ার হতে পারোনি। *মাশরাফি-অলক না থাকে কেমনে?? *মাসরাফি আমাদের কি দিয়েছে ? *[*আশরাফুল কে নিয়ে কিছু কথা *আশরাফুলের জন্য নির্বাচকদের পদত্যাগের হুমকি ! *মাশরাফিকে দলে ফিরিয়ে নেয়ার দাবিতে নড়াইলে হরতাল পালিত যে লিঙ্ক গুলো এড হয়নি সে লিঙ্ক কমেন্টে দিবেন আশা করি । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ- মাশরাফিকে ছাড়াই বিশ্বকাপে বাংলাদেশ Espncricinfo News- Mashrafe Mortaza not in World Cup squad ----------------------------------- এবার দেখে নিন্ কে কেমন খেলেছেন - বাংলাদেশ দলের ১৫ সদস্যের মধ্যে এর আগে বিশ্বকাপ খেলেছেন কেবল ছয় ক্রিকেটার।

তাদের মধ্যে মোহাম্মদ আশরাফুল খেলেছেন দু'টি বিশ্বকাপ (২০০৩ ও ২০০৭)। আর একটি করে বিশ্বকাপ খেলেছেন অধিনায়ক সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, আব্দুর রাজ্জাক ও শাহরিয়ার নাফীস। তারা সবাই খেলেছেন ২০০৭ সালে। তবে একই রকম খেলতে পারেননি সবাই। কে কেমন খেলেছেন তার একটা তুলনামূলক চিত্র তুলে ধরা হলো: --সাকিব আল হাসান (অধিনায়ক): বিশ্বকাপে ৯ খেলায় ২৮.৮৫ গড়ে ২০২ রান, সর্বোচ্চ ৫৭*।

আর একদিনের ক্রিকেট-জীবনে খেলেছেন ১০২ ম্যাচ। এতে পাঁচ শতকসহ রান করেছেন ২,৮৩৪। গড় ৩৪.৯৮। সর্বোচ্চ ১৩৪। বোলিং: বিশ্বকাপে ৪৩.১৪ গড়ে ৭ উইকেট।

সেরা ২/১২। আর একদিনের ক্রিকেট-জীবনে ২৮.৮০ গড়ে ১২৯ উইকেট। সেরা ৪/৩৩। --তামিম ইকবাল (সহ-অধিনায়ক): বিশ্বকাপে ৯ খেলায় ১৯.১১ গড়ে ১৭২ রান, সর্বোচ্চ ৫১। আর একদিনের ক্রিকেট-জীবনে ৮৯ খেলায় তিন শতকসহ ২৯.৬৬ গড়ে ২,৬৪০ রান।

সর্বোচ্চ ১৫৪। --মোহাম্মদ আশরাফুল: বিশ্বকাপে ১৪ খেলায় ২৮.৭০ গড়ে ২৮৭ রান, সর্বোচ্চ ৮৭। আর একদিনের ক্রিকেট-জীবনে ১৬৪ খেলায় ২৩.৩৩ গড়ে তিন শতকসহ ৩,৩৬০ রান, সর্বোচ্চ ১০৯। বোলিং: ৩৬.৯৩ গড়ে ১৫ উইকেট, সেরা ৩/২৬। --নাজমুল হোসেন: একদিনের ক্রিকেট-জীবনে ৩৪ খেলায় ৩৩.৩৬ গড়ে ৩৮ উইকেট, সেরা ৪/৪০।

--সোহরাওয়ার্দী শুভ: একদিনের ক্রিকেট-জীবনে ১১ খেলায় ৯.৮৩ গড়ে ৫৯ রান, সর্বোচ্চ ১৪*। বোলিং: ৪৭.৬২ গড়ে ৮ উইকেট, সেরা ৩/১৪। --মুশফিকুর রহিম (উইকেটরক্ষক): বিশ্বকাপে ৯ খেলায় ২৬.২০ গড়ে ১৩১ রান, সর্বোচ্চ ৫৬*। একদিনের ক্রিকেট-জীবনে ৮৪ খেলায় ২৩.৫৪ গড়ে ১,৪৬০ রান, সর্বোচ্চ ৯৮। --ইমরুল কায়েস: একদিনের ক্রিকেট-জীবনে ৩০ খেলায় এক শতকসহ ২৯.৮০ গড়ে ৮৯৪ রান, সর্বোচ্চ ১০১।

--জুনায়েদ সিদ্দিকী: একদিনের ক্রিকেট-জীবনে ৪৬ খেলায় ২৪ গড়ে এক শতকসহ ১,০৫৬ রান, সর্বোচ্চ ১০০। --মাহমুদুল্লাহ রিয়াদ: একদিনের ক্রিকেট-জীবনে ৬১ খেলায় ২৮.৯১ গড়ে ১০৭০ রান, সর্বোচ্চ ৬৪*। বোলিং: ৫১.৫৪ গড়ে ৩১ উইকেট, সেরা ৩/৫২। --নাঈম ইসলাম: একদিনের ক্রিকেট-জীবনে ৪০ খেলায় ২৮.৬৩ গড়ে ৫৪৪ রান, সেরা ৭৩*। বোলিং: ৩৮.৬৫ গড়ে ২৯ উইকেট, সেরা ৩/৩২।

--আব্দুর রাজ্জাক: বিশ্বকাপে ৯ খেলায় ৫.৮০ গড়ে ২৯ রান, সর্বোচ্চ ১৫। আর একদিনের ক্রিকেট-জীবনে ১১১ খেলায় ১৩.৭৩ গড়ে ৫৬৩ রান, সর্বোচ্চ ৩৩। বোলিং: বিশ্বকাপে ২৬.৪৬ গড়ে ১৩ উইকেট, সেরা ৩/২০। আর একদিনের ক্রিকেট-জীবনে ২৬.৯০ গড়ে ১৬২ উইকেট, সেরা ৫/২৯। --রুবেল হোসেন: একদিনের ক্রিকেট-জীবনে ২১ খেলায় ৩৬.৭২ গড়ে ২৫ উইকেট, সেরা ৪/২৫।

--শাহরিয়ার নাফীস: বিশ্বকাপে ৬ খেলায় ৫.১৬ গড়ে ৩১ রান, সর্বোচ্চ ১২। আর একদিনের ক্রিকেট-জীবনে ৬৪ খেলায় চার শতকসহ ৩৩.৪৯ গড়ে ১৯৭৬ রান, সর্বোচ্চ ১২৩*। --শফিউল ইসলাম: একদিনের ক্রিকেট-জীবনে ২৩ খেলায় ৩১.৫৬ গড়ে ৩২ উইকেট, সেরা ৪/৪৩। --রকিবুল হাসান: একদিনের ক্রিকেট-জীবনে ৪৯ খেলায় ২৯.৩০ গড়ে ১,২৩১ রান, সেরা ৮৯। ---------------------------------- আশরাফুলের কীর্তি ছবিঘর-- আমি মাশরাফির,অলকের সাপোর্টার ,আশরাফুলের না।


 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।