বিশ্বকাপ বাছাই পর্বে আফ্রিকান অঞ্চলে অনেক কিছুই নতুন ঘটছে। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার খুব কাছে পেঁৗছে গেছে বুরকিনা ফাসো এবং ইথিওপিয়া। আর আইভরিয়ানরা তৃতীয়বারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশ নেওয়া থেকে মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে। শনিবার আফ্রিকান অঞ্চলের বাছাই পর্বের প্লে-অফ রাউন্ডে প্রথম লেগে সেনেগালকে ৩-১ গোলে হারিয়েছে আইভরি কোস্ট। এ জয়ে ব্রাজিল যাত্রা অনেকটাই নিশ্চিত হয়ে গেল দ্রগবাদের।
আগামী ১৬ নভেম্বর সেনেগালের মাঠে ড্র করলেই বিশ্বকাপ নিশ্চিত।
আইভরি কোস্ট বিশ্বকাপ খেলবে আফ্রিকান অঞ্চল থেকে, এটা আর বিস্ময়ের কিছু নয়। এবার বিস্ময়ের জন্ম দিচ্ছে বুরকিনা ফাসো। আফ্রিকান নেশন্স কাপের বর্তমান রানর্সআপরা প্লে-অফ রাউন্ডের প্রথম লেগে আলজেরিয়াকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপে এক পা রেখেছে। আগামী লেগে ড্র করলেই প্রথমবারের মতো বিশ্বকাপ নিশ্চিত হবে তাদের।
আফ্রিকা অঞ্চল থেকে ফেভারিট ছিল সেনেগালও। তবে আইভরিয়ানদের মুখোমুখি হওয়ায় বিশ্বকাপ খেলা অনিশ্চিত হয়ে গেল তাদের। শনিবার আইভরি কোস্টকে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে দিয়েছিলেন দিদিয়ের দ্রগবা। সাবেক এ চেলসি তারকা পেনাল্টি থেকে গোল করেন। এরপর সেনেগালের লুদোভিচ আত্দঘাতী গোল করেন।
সলোমন কালু ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল করে আইভরি কোস্টকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন। সেনেগাল অতিরিক্ত মিনিটে একমাত্র গোল পায় প্যাপিস সিসের পা থেকে। বিশ্বকাপ নিশ্চিত করার জন্য দ্রগবাদের কেবল ড্র হলেই চলে। আর সেনেগালকে বিশ্বকাপ নিশ্চিত করতে হলে আগামী ১৬ নভেম্বরের ম্যাচে অন্তত ২-০ গোলে জিততে হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।