নামায-আল্লাহ তা’য়ালার একটি বড় নিয়ামত ও রহমত। কাজেই যে কোন বিপদাপদ বালা মুসিবতের সময় নামাযের প্রতি মনোযোগী হওয়া প্রকৃতপক্ষে আল্লাহর রহমতের উপর ভরসা করা ব্যতীত অন্য কিছু নয়। আর অসহায় বান্দা যখন সাহায্যের জন্যে মহান শক্তিমান পরম দয়ালু আল্লাহর দরবারে উপস্থিত
সহজ মানুষ ভজে দ্যাখ নারে মন দিব্য জ্ঞানে
পাবিরে অমুল্য নিধি বর্তমানে।।
ভজ মানুষের চরণ দু'টি
নিত্য বস্তু হবে খাঁটি
মরিলে শোধ হবে মাটি
ত্বরায় এই ভেদ নাও জেনে
ম'লে পাব বেহেস্তখানা
তা শুনে ত মন মানে না
বাকির লোভে নগদ পাওনা
কে ছাড়ে এ ভূবনে।।
আসসালাতুল মেরাজুল মোমেনিনা
জানো সেই নমাজের বেনা
বিশ্বাসীদের দেখাশোনা
লালন কয় এই জীবনে।।
সহজ মানুষ ভজে দ্যাখ নারে মন দিব্য জ্ঞানে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।